মাস্টারকার্ড নেটওয়ার্কের আওতায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) সম্প্রতি চালু করেছে বিজনেস ক্রেডিট কার্ড এবং সর্বপ্রথম গ্রাহক হিসেবে ওয়ালমার্ট গ্লোবাল সোর্সিং বাংলাদেশ প্রাইভেট লিমিটেড এই কার্ডটি গ্রহণ করে। এমটিবির প্রধান কার্যালয়, এমটিবি টাওয়ার, কাজী নজরুল ইসলাম এভিনিউ, ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে এমটিবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, সৈয়দ মাহবুবুর রহমান, মাস্টারকার্ড সাউথ এশিয়ার চিফ অপারেটিং অফিসার, ভিকাস ভার্মা, মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার, সৈয়দ মোহাম্মদ কামাল এ বিজনেস ক্রেডিট কার্ডটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং ওয়ালমার্টের পক্ষ থেকে ডিরেক্টর, অপারেশনস অ্যান্ড অ্যাডমিন রিতা লোহানি এ সময় উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
