এমটিবি ক্যাপিটালের সিইও পদে যোগ দিলেন সুমিত পোদ্দার

দেশের শীর্ষস্থানীয় ব্যাংক-মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির সাবসিডিয়ারি প্রতিষ্ঠান এমটিবি ক্যাপিটাল লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হিসেবে যোগ দিলেন সুমিত পোদ্দার।

এর আগে সুদীর্ঘ ১৪ বছরের গৌরোবজ্জ্বল ক্যারিয়ারে সুমিত পোদ্দার বাংলাদেশ ফাইন্যান্স ক্যাপিটাল লিমিটেডের এমডি এ্যান্ড সিইও হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেডের স্ট্রাকচার্ড ফাইন্যান্স ডিপার্টমেন্ট লিড দিয়েছেন এবং সিটি ব্যাংক ক্যাপিটাল লিমিটেডের কর্পোরেট অ্যাডভাইজরির প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

এছাড়াও বিভিন্ন সময়ে রিভার স্টোন ক্যাপিটাল লিমিটেড, অ্যালায়েন্স ফাইন্যানন্সিয়াল সার্ভিসেস লিমিটেড এবং অ্যালায়েন্স সিকিউরিটিজ অ্যান্ড ম্যানেজমেন্ট লিমিটেডে কাজ করেছেন এমটিবি ক্যাপিটাল লিমিটেডের নবনিযুক্ত এ প্রধান নির্বাহী কর্মকর্তা।

এ বিষয়ে সুমিত পোদ্দার বলেন, এমটিবি ক্যাপিটাল লিমিটেডের শীর্ষপদে যোগ দিতে পেরে তিনি গর্বিত। প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্যে অবদান রাখবেন বলেও জানান তিনি।