এমটিবি নিয়ে এলো ‘এই সময়ের ব্যাংকিং’ ক্যাম্পেইন

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) সম্প্রতি বিভিন্ন ইভেন্টের মাধ্যমে ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। যার উদ্দেশ্য ছিল ব্যাংকের গ্রাহক, পৃষ্ঠপোষক এবং শুভানুধ্যায়ীদের সঙ্গে ‘২৩ বছরের বিশ্বস্ত অংশীদারিত্ব’কে স্মরণ করা। এই বছরের উদযাপনের থিম ছিল বিশ্বস্ত অংশীদারিত্বের ২৩ বছর। এমটিবি গ্রাহকদের জন্য একটি নিরাপদ ডিজিটাইজড ব্যাংকিং প্ল্যাটফর্ম প্রতিষ্ঠার জন্য দেশে একটি অগ্রগামী আর্থিক প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃত হচ্ছে। এমনকি কভিড-১৯ মহামারিতে বিশ্ব থমকে যাওয়ার আগেই এমটিবি ডিজিটাল উদ্ভাবন এবং রূপান্তরের ক্ষেত্রে একটি অন্যরকম ভবিষ্যতের কল্পনা করেছিল। সেই ভবিষ্যৎকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি ব্যাংকিং ব্যবস্থার ডিজিটাল রূপান্তরের মাধ্যমে বাংলাদেশে শাখাবিহীন ব্যাংকিংয়ের সূচনা করতে সহযোগিতা করেছে। বিজ্ঞপ্তি