যৌথ উদ্যোগে বাংলাদেশে সোলার পার্ক নির্মাণে সম্প্রতি এমপিডব্লিউআরএনআরজিওয়াই পিটিই লিমিটেডের (সিঙ্গাপুর) সঙ্গে যৌথ উনয়ন চুক্তি (জেডিএ) স্বাক্ষর করে এনার্জিপ্যাক ইলেক্ট্রনিকস লিমিটেড। এনার্জিপ্যাক ইলেকট্রনিকসের ব্র্যান্ড অ্যান্ড মার্কেট কমিউনিকেশন বিভাগের প্রধান আহমেদ মাশরুর হুদা ও এমপিডব্লিউআরএনআরজিওয়াই’র সহ-প্রতিষ্ঠাতা নাবিল ইসমির এ সময় উপস্থিত ছিলেন। এ চুক্তির লক্ষ্য পরিবেশবান্ধব জ্বালানি (ক্লিন এনার্জি) উৎপাদনে বাংলাদেশের লক্ষ্যপূরণে এবং টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জনে দেশের অগ্রগতিতে ভূমিকা রাখা। বিজ্ঞপ্তি

Print Date & Time : 16 September 2025 Tuesday 4:12 am
এমপিডব্লিউআরএনআরজিওয়াই ও এনার্জিপ্যাকের মধ্যে চুক্তি
করপোরেট কর্নার ♦ প্রকাশ: