এমারাল্ড অয়েলের পর্ষদ পুনর্গঠন

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি এমারাল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডর পর্ষদ পুনর্গঠিত হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রাপ্ত তথ্যমতে,  প্রাক্তন সিনিয়র সচিব মোহাম্মদ শহীদুল হকের পরিবর্তে মো. সফিকুল ইসলামকে (প্রাক্তন অতিরিক্ত সচিব) স্বতন্ত্র পরিচালক হিসেবে মনোনীত করে কোম্পানিটির পর্ষদ পুনর্গঠন করেছে। একইসঙ্গে কোম্পানিটির পরিচালনা পর্ষদ মো. সফিকুল ইসলামকে পর্ষদের চেয়্যারম্যান হিসেবে নির্বাচনের জন্য পরামর্শ দিয়েছে। বর্তমানে মোহাম্মদ শহীদুল হক কোম্পানিটির স্বতন্ত্র পরিচালক ও পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

এদিকে ঘোষণা দিলেও সেপ্টেম্বরে বাণিজ্যিক উৎপাদন শুরু করতে পারেনি কোম্পানিটি। মূলত এমারাল্ড অয়েলের পরিচালনা পর্ষদ গত ১ সেপ্টেম্বর থেকে কারখানায় পুরোদস্তুর রাইসব্রান অয়েলের বাণিজ্যিক উৎপাদন শুরুর সিদ্ধান্ত জানিয়েছিল; কিন্তু তা এখন সম্ভব হচ্ছে না। কভিড-১৯-এর কারণে সারা দেশে ২৩ জুলাই থেকে ১০ আগস্ট পর্যন্ত কঠোর লকডাউন থাকায় প্রয়োজনীয় লাইসেন্সের নিবন্ধন বা নবায়ন করা সম্ভব হয়নি তাদের। একই সঙ্গে ব্যাংক ও ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের দায়বদ্ধতার রি-শিডিউলিং এবং শেয়ার হস্তান্তরের কার্যক্রম দেরি হয়েছে। অতএব, কোম্পানিটির সমস্যা সমাধানে আরও কিছুদিন সময় লাগবে। এ কারণে গত ১ সেপ্টেম্বর থেকে উৎপাদন কার্যক্রম শুরু করতে পারেনি বলে জানিয়েছে তারা। পরবর্তীতে সমস্যার সমাধান হলে উৎপাদন শুরুর কার্যক্রমের তারিখ জানিয়ে দেয়া হবে বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, এর আগে কোম্পানিটি জানিয়েছিল, তারা প্রতিদিন ৩৩০ মেট্রিক টন রাইসব্রান জোগান দেয়ার সক্ষমতা নিয়ে উৎপাদনে যাচ্ছে। একই সঙ্গে প্রতিদিন ৪৮ টন রাইসব্রান অয়েল এবং ২৮২ টন দি অয়েলড রাইসব্রান (ডিওআরবি) উৎপাদনের সক্ষমতা রয়েছে তাদের।