Print Date & Time : 11 September 2025 Thursday 6:35 am

এমিরেটস ও শ্রীলঙ্কান এয়ারলাইনসের মধ্যে ইন্টারলাইন চুক্তি

এমিরেটস ও শ্রীলঙ্কান এয়ারলাইনস একটি পারস্পরিক ইন্টারলাইন চুক্তি স্বাক্ষর করেছে। এর ফলে উভয় এয়ারলাইনসের যাত্রীরা অতিরিক্ত কানেক্টিভিটি সেবা পাবেন। উভয় এয়ারলাইনসের যাত্রীরা ভায়া কলম্বো ও দুবাই একে অপরের নেটওয়ার্কভুক্ত বিভিন্ন গন্তব্যে ভ্রমণ করতে পারবেন। এ ক্ষেত্রে একই টিকিটে ভ্রমণ ও চূড়ান্ত গন্তব্যে সরাসরি ব্যাগেজ বুকিং সুবিধাও থাকবে। এমিরেটস যাত্রীরা ভায়া কলম্বো শ্রীলঙ্কান এয়ারলাইনসের ফ্লাইটে তাদের নেটওয়ার্ক ভুক্ত ১৫টি আঞ্চলিক গন্তব্যে  ভ্রমণ সুবিধা পাবেন। এর মধ্যে রয়েছে ভারতের দুটি নতুন গন্তব্য মাদুরাই এবং তিরুচিরাপাল্লি এবং মালদ্বীপের গ্যানআইল্যান্ড। এছাড়া দূরপ্রাচ্য ও এশিয়ার বিভিন্ন নগরীও অন্তর্ভুক্ত আছে যেমনÑকচিন, চেন্নাই, ব্যাঙ্গালোর, হায়দরাবাদ, মালে, কুয়ালালামপুর, সিঙ্গাপুর। জাকার্তা, গুয়াংজু, সিউল ও টোকিও। বিজ্ঞপ্তি