Print Date & Time : 8 July 2025 Tuesday 5:57 am

এম.আমানউল্লাহ মার্কেন্টাইল এক্সচেঞ্জ হাউজ (ইউকে) লিমিটেড এর চেয়ারম্যান নির্বাচিত

শেয়ার বিজ ডেস্ক: মার্কেন্টাইল ব্যাংকের উদ্যোক্তা পরিচালক এম. আমানউল্লাহ মার্কেন্টাইল এক্সচেঞ্জ হাউজ (ইউকে) লিমিটেডের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। সম্প্রতি ব্যাংকের ৪৪৩তম বোর্ড সভায় তাঁকে ওই পদে নির্বাচিত করা হয়। ইতিপূর্বে তিনি ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানসহ বিভিন্ন মেয়াদে বিভিন্ন কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন।

আমান গ্রুপ অব কোম্পানিজ-এর প্রতিষ্ঠাতা এম. আমানউল্লাহ ১৯৬৮ সাল থেকে নিজের ব্যবসায়িক কর্মকান্ডে মনোনিবেশ করে পোষাকশিল্প, প্রসাধনী, ভোগ্যপণ্য, ব্যাংক, গণমাধ্যমসহ বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তোলেন। তিনি জাতীয় দৈনিক ‘আমাদের সময়’ এর অন্যতম পরিচালক। জনাব আমানউল্লাহ একজন সিআইপি এবং গুলশান নর্থ ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।