এলপিজি অ্যাসোসিয়েশন সভাপতি হলেন মোহাম্মদ আমিরুল হক

শেয়ার বিজ ডেস্ক: এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (LOAB) ডেল্টা এলপিজি লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ আমিরুল হককে ২০২৫-২০২৬ মেয়াদের জন্য, এর সভাপতি হিসেবে নির্বাচন করেছেন। তিনি জনাব আজম জে. চৌধুরীর স্থলাভিষিক্ত হয়ে, সমিতির জন্য নতুন নেতৃত্বের সূচনা করেন।

জনাব হক বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য খাতে প্রায় চার দশকের অভিজ্ঞতা সহ একজন বিশিষ্ট শিল্পপতি। তিনি সিকম গ্রুপ এবং প্রিমিয়ার সিমেন্ট মিলস পিএলসি-এর প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক, এবং দীর্ঘদিন যাবত শিপিং, ভোজ্য তেল পরিশোধন, ময়দা মিলিং, চিংড়ি হ্যাচারি, ব্যাগ উত্পাদন এবং রিয়েল এস্টেট সহ অন্যান্য বৃহৎ শিল্প উন্নয়নের সাথে জরিত।

তিনি চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে ব্যবসায়িক সংগঠনে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। তার নেতৃত্ব দেশের বাণিজ্য নীতি গঠনে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রচারে তাৎপর্যপূর্ণ সহায়ক ভূমিকা পালন করে আসছে।
জনাব হক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্যে স্নাতক এবং ইংল্যান্ড থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন, যা তাকে কৌশলগত নেতৃত্ব এবং উদ্ভাবনী শক্তিতে সমৃদ্ধ করেছে।

তিনি বাংলাদেশ সরকার কর্তৃক একাধিকবার বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) হিসাবে স্বীকৃত হন। একটি টেকসই বাণিজ্যিক উন্নয়নের প্রতি তার প্রতিশ্রুতি এবং পরবর্তী প্রজন্মকে অনুপ্রাণিত করার জন্য, তাকে এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ জন্য সভাপতি হিসেবে নির্বাচন করা হয়।