Print Date & Time : 11 August 2025 Monday 2:54 pm

এলপিজি সিলিন্ডার আমদানি করবে এনার্জিপ্যাক পাওয়ার

নিজস্ব প্রতিবেদক: খালি এলপিজি সিলিন্ডার আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানি ও বিদ্যুৎ খাতের কোম্পানি এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডের পরিচালনা পর্ষদ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রাপ্ত তথ্যমতে, এলপিজি ইন্ডাস্ট্রিতে বাজার মূলধন সম্প্রসারণের লক্ষ্যে কোম্পানিটি রোড ট্যাংকার ও ববটেইলের পরিবর্তে স্ট্যান্ডার্ড ভালভসহ সহজলভ্য খালি এলপিজি সিলিন্ডার আমদানি করবে। এজন্য কোম্পানিটির প্রসপেক্টাসে কিছু সংশোধনী আনার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ। একইসঙ্গে ব্যবসার উদ্দেশ্যে আইপিওর মাধ্যমে উত্তোলিত অতিরিক্ত অর্থ আইপিও অ্যাকাউন্ট থেকে কোম্পানির রেগুলার অ্যাকাউন্টে স্থানান্তর করবে। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন পেলে কোম্পানিটির উল্লিখিত সংশোধনী ও আইপিও অর্থ স্থানান্তরের বিষয়টি কার্যকর করতে পারবে।

এদিকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ ২০২১) এনার্জিপ্যাক পাওয়ারের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৭ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৮৫ পয়সা। অর্থাৎ, আগের বছরের তুলনায় কোম্পানিটির ইপিএস ৩৮ পয়সা কমেছে। তৃতীয় প্রান্তিকের ন্যায় প্রথম তিন প্রান্তিকেও কোম্পানিটির ইপিএস কমেছে। তিন প্রান্তিক বা ৯ মাসে (জুলাই ২০২০-মার্চ ২০২১) তাদের ইপিএস হয়েছে এক টাকা ৩৯ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল এক টাকা ৯৪ পয়সা।

কোম্পানিটির আর্থিক প্রতিবেদনে দেখা গেছে, ইপিএস কমলেও শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) বেড়েছে। দেখা গেছে, ২০২১ সালের ৩১ মার্চ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি এনএভিপিএস দাঁড়িয়েছে ৫৩ টাকা ১৬ পয়সা।