শেয়ার বিজ ডেস্ক: ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে শোক ও তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিশ্বেও বিভিন্ন দেশের নেতা ও বিশিষ্টজনরা। গভীর কর্তব্য নিষ্ঠা ও সহনশীলতার পাশাপাশি রানির রসবোধ ও সহƒদয়তার উল্লেখ করে তার প্রতি সম্মান জানিয়েছেন তারা। খবর: বিবিসি।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও তার স্ত্রী ফার্স্ট লেডি জিল বাইডেন রাজধানী ওয়াশিংটন ডিসির ব্রিটিশ দূতাবাসে গিয়ে প্রয়াত রানির প্রতি শ্রদ্ধা জানান ও শোক বইতে স্বাক্ষর করেন। শোক বইতে বাইডেন লিখেন, তিনি একজন রানির চেয়েও বেশি কিছু। ইতিহাসের দীর্ঘ সময়কাল সংজ্ঞায়িত করেছেন তিনি।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বর্তমান ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের মায়ের মৃত্যুতে তার প্রতি ‘গভীর সমবেদনা’ জানিয়েছেন। পুতিন বলেছেন, বহু দশক ধরে দ্বিতীয় এলিজাবেথ যথাযথভাবে তার প্রজাদের ভালোবাসা ও শ্রদ্ধা এবং বিশ্ব মঞ্চে কর্তৃত্ব উপভোগ করেছেন।
রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর গভীর সহানুভূতি প্রকাশ করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। দেশটির সরকারের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, শি জিনপিং চীনের সরকার, জনগণ ও তার পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছে।
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ গভীর শোক প্রকাশ করে একজন ‘দয়ালু রানির’ কথা স্মরণ করেছেন যিনি ‘ফ্রান্সের বন্ধু ছিলেন’।
জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎস রানি দ্বিতীয় এলিজাবেথকে ‘পথিকৃৎ ও লাখো মানুষের জন্য অনুপ্রেরণা’ বলে বর্ণনা করেছেন।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ব্রিটিশ রানির মৃত্যুতে ‘বেদনাহত’ হওয়ার কথা জানিয়ে এক টুইটে বলেছেন, রানি জনজীবনে ব্যক্তিত্বপূর্ণ মর্যাদা ও শিষ্টাচারের পরিচয় দিয়েছিলেন।
জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা রানির মৃত্যুতে ‘গভীর শোক’ প্রকাশ করেছেন। রানির মৃত্যু শুধু ব্রিটেনের জনগণের জন্যই ‘বিরাট ক্ষতি’ নয়, বিশ্বের জন্যও বলে মন্তব্য করেছেন তিনি।
এক শোকবার্তায় অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ রানি দ্বিতীয় এলিজাবেথকে ‘জ্ঞানী ও অনুপ্রেরণাদায়ী পথপ্রদর্শক’ বলে বর্ণনা করে তিনি লাখ লাখ অস্ট্রেলিয়ানের জন্য ‘সান্ত¡না, আশা ও উদ্দীপনা’ বয়ে এনেছিলেন বলে জানিয়েছেন।
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, কানাডিয়ানদের প্রতি রানির ‘সুস্পষ্ট গভীর ও স্থায়ী ভালোবাসা’ ছিল।
দক্ষিণ আফ্রিকারে প্রেসিডেন্ট সিরিল রামাফোসা বলেছেন, রানির প্রতিশ্রুতি ও নিবেদন পুরো বিশ্বের জন্য মহান ও মূলবান উদাহরণ।