এল সিরিজ সনি ব্রাভিয়া এলইডি টিভি বাজারে আনল সনি র‌্যাংগস

র‌্যাংগস ইলেকট্রনিকস লিমিটেড রাজধানীর বাংলামোটরে সোনারতরী টাওয়ারে র‌্যাংগস ফ্ল্যাগশিপ স্টোরে গতকাল সনি ব্রাভিয়ার এল সিরিজ এলইডি টিভি বাজারজাত করার ঘোষণা দেয়। র?্যাংগস ইলেকট্রনিকস লিমিটেডের পক্ষে ভাইস চেয়ারম্যান সাচিমি হোসেন, ব্যবস্থাপনা পরিচালক একরাম হোসেন এবং সনি ইলেকট্রনিকস সিঙ্গাপুরের পক্ষ থেকে প্রেসিডেন্ট জেরেমি হাং, সনি সিঙ্গাপুরের ব্রাঞ্চ হেড রিকিলুকাস যৌথভাবে এ ঘোষণা দেন। বিজ্ঞপ্তি