নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড গত অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল। যার ৮০ বিতরণ করেছে দাবি করছে কোম্পানি সংশ্লিষ্টরা। অপরদিক ডিএসই বলছে নিদিষ্ট সময়ে লভ্যাংশ বিতরণ করতে ব্যর্থ হয় কোম্পানিটি। তাই জেট ক্যাটাগরি পাঠানো হয় এশিয়াটিক ল্যাবকে। এ নিয়ে সাধারণ বিনিয়োগকারীদের মাঝে বিভ্রান্তি দেখা দিয়েছে।
ডিএসই সূত্রে জানা যায়, পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ খাতের কোম্পানি এশিয়াটিক ল্যাব। গত ২০২৩-২৪ অর্থবছরের জন্য বিনিয়োগ কারীদের ১০ শতাংশ হারে লভ্যাংশ অনুমোদন করে। কিন্তু ঘোষিত লভ্যাংশ নিদিষ্ট সময়ের মধ্যে বিতরণ করেনি। তাই নিয়মানুযায়ী এ থেকে জেট ক্যাটাগরি অবনমন করা হয়। অপরদিকে কোম্পানি সচিব ইশতিয়াক আহমেদ শেয়ার বিজকে বলেন, আমরা এরমধ্য ৮০ শতাংশ মুনাফা বিতরণ হয়েছে। বাকিটা তাড়াতাড়ি হয়ে যাবে। এ বিষয়ে আমরা সংশ্লিষ্ট বিভাগের সাথে আলাপ করছি। আশা করি ভুল বোঝাবুঝি নিসরণ হবে।
আরো জানা, চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের (জুলাই’২৪-সেপ্টেম্বর) শেষে কোম্পানিটির শেয়ার প্রতি ২৪ পয়সা আয় হয়েছে। গত বছর একই সময়ে ৯২ পয়সা আয় হয়েছিল। এ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশফ্লো ছিল ৬০ পয়সা, যা গত বছরের একই সময়ে ৭৪ পয়সা ছিল।
গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩৯ টাকা ৫৬ পয়সা।
উল্লেখ, গতকাল দিনে শেয়ারের সমাপনি দর ছিল ৩৮ টাকা ৭৫ পয়সা। সারাদিন ১৪ লাখ ৬৫ হাজার ৮০৬ টি শেয়ার হাতবদল হয়।