Print Date & Time : 1 August 2025 Friday 7:48 pm

এশিয়ায় সাবমেরিন কেব্ল বসাবে ফেসবুক-গুগল

শেয়ার বিজ ডেস্ক: এশিয়া-প্যাসিফিক অঞ্চলের ইন্টারনেট সক্ষমতা ও গতি বাড়াতে সমুদ্রতলে নতুন সাবমেরিন কেব্ল বসাবে টেক জায়ান্ট ফেসবুক ও গুগল। নতুন কেব্ল সিস্টেম স্থাপনের লক্ষ্যে সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক এ দুটি প্রযুক্তি প্রতিষ্ঠান। খবর: রয়টার্স।

কেব্ল স্থাপন প্রকল্পের নাম দেয়া হয়েছে ‘প্রজেক্ট অ্যাপ্রিকট’। গোটা প্রকল্পটি সিঙ্গাপুরকে জাপানের সঙ্গে সংযুক্ত করবে। আশা করা হচ্ছে, ২০২৪ সাল নাগাদ চালু হবে এটি।

প্রযুক্তিবিষয়ক সাইট সিনেটের প্রতিবেদন বলছে, আন্তর্জাতিক ইন্টারনেট ট্রাফিকের একটা বড় অংশ পারাপারের গুরুভার থাকে সমুদ্রতলের কেব্লের ওপর। বর্তমানে ৪জি, ৫জি এবং ব্রডব্যান্ড সংযোগের ক্রমবর্ধমান চাহিদায় ইন্টারনেট ট্রাফিক চলাচল অব্যাহত রাখতে আরও উচ্চ ক্ষমতাসম্পন্ন কেব্লের প্রয়োজন দেখা দিয়েছে।

এ প্রসঙ্গে এক ব্লগ পোস্টে ফেসবুকের নেটওয়ার্ক বিনিয়োগ বিভাগের ব্যবস্থাপক নিকো রোরিক বলেন, বৈশ্বিক নেটওয়ার্ক কাঠামোর পরিসর বাড়াতে এবং বিশ্বজুড়ে প্রতি মাসে আমাদের সেবা ব্যবহারকারী ৩৫০ কোটিরও বেশি মানুষকে আরও ভালোভাবে সেবা দিতে আমাদের যে চলমান প্রচেষ্টা রয়েছে, তার অংশ অ্যাপ্রিকট কেব্ল।

গুগল এ বছরের শুরুতে ‘ইকো’ নামের আরেকটি কেব্ল সিস্টেমের ঘোষণা দিয়েছিল। সিনেটের প্রতিবেদন বলছে, অ্যাপ্রিকট ইকোর সম্পূরক হবে এবং গুগল ক্লাউডসহ ওই অঞ্চলের অন্যান্য ডিজিটাল সেবার সংযোগ ব্যবস্থা আরও জোরদার করবে।

এ প্রসঙ্গে এক ব্লগ পোস্টে গুগলের গ্লোবাল নেটওয়ার্কিংবিষয়ক ভাইস প্রেসিডেন্ট বিকাশ কোলে বলেন, যৌথভাবে এগুলো এশিয়ার ব্যবসা ও স্টার্টআপগুলোর জন্য ডেটা আদান-প্রদানের সময় কমাবে, বেশি ব্যান্ডউইথ দেবে এবং দক্ষিণ-পূর্ব এশিয়া, উত্তর এশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে বর্ধিত সংযোগ জোরদার করবে।