Print Date & Time : 28 August 2025 Thursday 6:01 pm

এশিয়ার দেশগুলোকে সুদহার বাড়াতে হবে: আইএমএফ

শেয়ার বিজ ডেস্ক: এশিয়ার কয়েকটি দেশের কেন্দ্রীয় ব্যাংককে মুদ্রাস্ফীতি রোধে সুদের হার বাড়াতে হবে বলে জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। ইউক্রেনের যুদ্ধের ফলে জ্বালানি ও খাদ্যের দাম বেড়ে যাওয়ায় সারাবিশ্বের মতো এশিয়ার দেশগুলোয়ও মুদ্রাস্ফীতি বেড়ে চলছে। খবর: আলজাজিরা।

আইএমএফ’র এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণ শ্রীনিবাসন গত বৃহস্পতিবার একটি ব্লগে এ তথ্য জানান। তিনি বলেন, ইউক্রেনের যুদ্ধের কারণে জ্বালানি ও খাদ্যের দাম বেড়ে যাওয়ায় মুদ্রাস্ফীতির ‘ঊর্ধ্বমুখী প্রবণতা’ রোধ করতে এশিয়ার কিছু কেন্দ্রীয় ব্যাংককে শিগগির সুদের হার বাড়াতে হবে।

তিনি আরও বলেন, যদিও এশিয়ায় মুদ্রাস্ফীতি অন্যান্য অঞ্চলের তুলনায় ‘মধ্যম’ পর্যায়ে রয়েছে। তবুও পরবর্তীকালে মুদ্রাস্ফীতি যেন আরও বাড়তে না পারে সেজন্য বেশ কয়েকটি দেশকে দ্রুত পদক্ষেপ নিতে হবে।

শ্রীনিবাসন আরও বলেন, একই সময়ে মুদ্রাস্ফীতির হার আরও বেড়ে গেলে তা ভোক্তা, প্রতিষ্ঠান ও সরকারগুলোর জন্য বাজেটের ওপর চাপ সৃষ্টি করবে। দেশগুলো কভিড-১৯ মহামারিতে যথেষ্ট ঋণ নিয়েছিল। তবে কোনো দেশ তাদের সুদের হার বাড়াবে সে বিষয়ে কোনো মন্তব্য করেননি তিনি।

তিনি আরও বলেন, দেশভেদে তাদের নীতির সুপারিশ ভিন্ন হবে। বৈদেশিক মুদ্রার বিনিময় হারে হস্তক্ষেপ, অর্থনৈতিক নীতি ও মুদ্রা সরবরাহ ব্যবস্থার মতো পদ্ধতিগুলো এই ঝুঁকি মোকাবিলায় সরকারের জন্য প্রয়োজনীয় অস্ত্র হিসেবে কাজ করতে পারে।

আইএমএফ’র এই কর্মকর্তা আরও বলেন, এক্ষেত্রে দেশগুলোর জন্য খুব বেশি দেরি করা ঠিক হবে না। শিগগিরই যেখানে প্রয়োজন নীতির সংস্কার করতে হবে।

বর্তমান পরিস্থিতিতে এশিয়ার অর্থনৈতিকভাবে উদীয়মান বেশিরভাগ দেশ তাদের মূলধন বিদেশে চলে যাওয়ার অভিজ্ঞতা লাভ করেছে। বিশেষ করে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর থেকে ভারতের ২৩ বিলিয়ন ডলার (দুই হাজার ৩০০ কোটি ডলার) বিদেশে চলে গেছে বলে জানিয়েছেন কৃষ্ণ শ্রীনিবাসন।

দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, নিউজিল্যান্ড ও ফিলিপাইন গত মাসে তাদের আর্থিক নীতি কঠোর করেছে। জনগণের জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় কমাতে দেশগুলোর কেন্দ্রীয় ব্যাংক তাদের সুদের হার বাড়ায়।