Print Date & Time : 11 September 2025 Thursday 3:01 am

এশিয়া ইন্স্যুরেন্সের ঋণমান ‘এএ প্লাস’ ও ‘এসটি-১’

নিজস্ব প্রতিবেদক: ঋণমান অবস্থান (ক্রেডিট রেটিং) প্রকাশ করেছে বিমা খাতের প্রতিষ্ঠান এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেড। সম্প্রতি প্রতিষ্ঠানটি তার ঋণমান হাতে পাওয়ার পর ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে তা স্টেকহোল্ডারদের জন্য প্রকাশ করে।

জানা গেছে, বিমা খাতের কোম্পানিটি দীর্ঘ মেয়াদে রেটিং পেয়েছে ‘এএ প্লাস’ এবং স্বল্প মেয়াদে পেয়েছে ‘এসটি-১’। আর এ রেটিং দিয়েছে ক্রেডিট রেটিং সংস্থা আলফা ক্রেডিট রেটিং লিমিটেড (আলফারেটিং)। মূলত, ২০২০ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও ২০২১ সালের ২১ ডিসেম্বর পর্যন্ত অন্যান্য প্রাসঙ্গিক তথ্যের আলোকে এ রেটিং সম্পন্ন হয়েছে।

৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত হিসাববছরের জন্য কোম্পানিটির পরিচালনা পর্ষদ ১২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। আলোচিত সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে দুই টাকা ৩৪ পয়সা এবং ৩১ ডিসেম্বর ২০২০ তারিখে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৪ টাকা ৫২ পয়সা। আর এই হিসাববছরে শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ হয়েছে ৫ টাকা ৯৯ পয়সা।