নিজস্ব প্রতিবেদক: ঋণমান অবস্থান (ক্রেডিট রেটিং) প্রকাশ করেছে বিমা খাতের প্রতিষ্ঠান এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেড। সম্প্রতি প্রতিষ্ঠানটি তার ঋণমান হাতে পাওয়ার পর ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে তা স্টেকহোল্ডারদের জন্য প্রকাশ করে।
জানা গেছে, বিমা খাতের কোম্পানিটি দীর্ঘ মেয়াদে রেটিং পেয়েছে ‘এএ প্লাস’ এবং স্বল্প মেয়াদে পেয়েছে ‘এসটি-১’। আর এ রেটিং দিয়েছে ক্রেডিট রেটিং সংস্থা আলফা ক্রেডিট রেটিং লিমিটেড (আলফারেটিং)। মূলত, ২০২০ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও ২০২১ সালের ২১ ডিসেম্বর পর্যন্ত অন্যান্য প্রাসঙ্গিক তথ্যের আলোকে এ রেটিং সম্পন্ন হয়েছে।
৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত হিসাববছরের জন্য কোম্পানিটির পরিচালনা পর্ষদ ১২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। আলোচিত সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে দুই টাকা ৩৪ পয়সা এবং ৩১ ডিসেম্বর ২০২০ তারিখে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৪ টাকা ৫২ পয়সা। আর এই হিসাববছরে শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ হয়েছে পাঁচ টাকা ৯৯ পয়সা।
এদিকে ডিএসইতে গতকাল কোম্পানিটির শেয়ারদর ছয় দশমিক ৬২ শতাংশ বা সাত টাকা ২০ পয়সা বেড়ে প্রতিটি সর্বশেষ ১১৫ টাকা ৯০ পয়সায় হাতবদল হয়, যার সমাপনী দর ছিল ১১৫ টাকা ৯০ পয়সা। ওইদিন কোম্পানিটির ২৮ কোটি ৩৯ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়। দিনজুড়ে ২৪ লাখ ৮৮ হাজার ৭০২টি শেয়ার মোট দুই হাজার ৫৩৭ বার হাতবদল হয়। ওইদিন শেয়ারদর সর্বনি¤œ ১০৮ টাকা ৭০ পয়সা থেকে সর্বোচ্চ ১১৮ টাকা ৪০ পয়সায় হাতবদল হয়। গত এক বছরে কোম্পানির শেয়ারদর ৭৭ টাকা থেকে ১৩৮ টাকা ৯০ পয়সায় ওঠানামা করে।
সর্বশেষ বার্ষিক প্রতিবেদন ও বাজারদরের ভিত্তিতে শেয়ারের মূল্য আয় অনুপাতে ৪৯ দশমিক ৫৩। এবং অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের ভিত্তিতে ২৭ দশমিক ৩৩।
‘এ’ ক্যাটেগরির বিমা খাতের কোম্পানিটি ২০০৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। ১০০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ৪৭ কোটি ছয় লাখ ৯০ হাজার টাকা। রিজার্ভের পরিমাণ ২৭ কোটি ১৯ লাখ টাকা। কোম্পানিটির চার কোটি ৭০ লাখ ৬৯ হাজার ৮৫৮ শেয়ার রয়েছে। মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা বা পরিচালকদের কাছে ৪৭ দশমিক ৬৩ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৩ দশমিক ৭৫ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ২৮ দশমিক ৬২ শতাংশ শেয়ার।