এসআইবিএলের আটটি এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন

সোশ্যাল ইসলামী ব্যাংকের (এসআইবিএল) নতুন আটটি এজেন্ট ব্যাংকিং আউটলেট সম্প্রতি উদ্বোধন করা হয়। প্রধান কার্যালয় থেকে ভার্চুয়াল প্লাটফর্মে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আউটলেটগুলো উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান ড. মো. মাহবুব উল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জাফর আলম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের এএমডি আবু রেজা মো. ইয়াহিয়া। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের এএমডি মো. তাজুল ইসলাম ও ডিএমডি আবু নাসের চৌধুরী, মো. সিরাজুল হক ও মো. সামছুল হক, মানবসম্পদ বিভাগের প্রধান কাজী ওবায়দুল আল-ফারুক, মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ড কমিউনিকেশন বিভাগের প্রধান মো. মনিরুজ্জামান প্রমুখ। বিজ্ঞপ্তি