Print Date & Time : 5 September 2025 Friday 10:00 pm

এসআইবিএলের চট্টগ্রাম অঞ্চলে টাউন হল সভা অনুষ্ঠিত

সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের (এসআইবিএল) চট্টগ্রাম অঞ্চলের ৩৩টি শাখা এবং ২৭টি উপশাখার কর্মকর্তাদের উপস্থিতিতে টাউন হল সভা গত শনিবার নগরীর আগ্রাবাদের ক্লাসিক ওয়ার্ল্ড কনভেনশন হলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জাফর আলম এবং বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবু রেজা মো. ইয়াহিয়া, উপ-ব্যবস্থাপনা পরিচালক আবু নাসের চৌধুরী ও মুহাম্মদ ফোরকানুল্লাহ উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের ইভিপি মো. তৌহিদ হোসেন। অনুষ্ঠানে চট্টগ্রামের আঞ্চলিক প্রধান সৈয়দ মো. সোহেল অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। বিজ্ঞপ্তি