নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মিউচুয়াল ফান্ড খাতের এসইএমএল লেকচার ইকুইটি ম্যানেজমেন্ট ফান্ড গত সপ্তাহে দর বৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে। আলোচিত সময়ে কোম্পানিটির ইউনিটদর বেড়েছে ১৬ দশমিক ৮৫ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রমতে, গত সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ৪৯ লাখ ২৫ হাজার ২০০ টাকার শেয়ার। সপ্তাহ শেষে মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ২ কোটি ৪৬ লাখ ২৬ হাজার টাকা।
এদিকে সর্বশেষ কার্যদিবসে ডিএসইতে ফান্ডটির ইউনিটদর ৪ শতাংশ বা ৪০ পয়সা বেড়ে প্রতিটি সর্বশেষ ১০ টাকা ৪০ পয়সায় হাতবদল হয়, যার সমাপনী দরও ছিল একই। ওই দিন ৬ লাখ ২৭ হাজার ৬৫৬টি ইউনিট মোট ১৮৪ বার হাতবদল হয়, যার বাজারদর ৬৪ লাখ ৪০ হাজার টাকা। দিনভর ইউনিট দর সর্বনি¤œ ৯ টাকা ৯০ পয়সা থেকে সর্বোচ্চ ১০ টাকা ৫০ পয়সায় ওঠানামা করে। এক বছরের মধ্যে ইউনিট দর ৮ টাকা ৪০ পয়সা থেকে ১৩ টাকা ৬০ পয়সায় ওঠানামা করে।
মিউচুয়াল ফান্ডটি ২০১৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে বর্তমানে ‘এ’ ক্যাটেগরিতে অবস্থান করছে। ফান্ডটির পরিশোধিত মূলধন ৫০ কোটি টাকা। রিজার্ভের পরিমাণ ৯ কোটি ১৮ লাখ টাকা। ফান্ডটির মোট পাঁচ কোটি ইউনিট রয়েছে। ডিএসই থেকে প্রাপ্ত সর্বশেষ তথ্যমতে, ফান্ডটির মোট ইউনিটের মধ্যে উদ্যোক্তা বা পরিচালকদের কাছে ১০ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ১০ দশমিক ৯৮ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ৭৯ দশমিক ০২ শতাংশ ইউনিট।
সর্বশেষ বার্ষিক প্রতিবেদন ও বাজারদরের ভিত্তিতে শেয়ারের মূল্য আয় (পিই) অনুপাত ৩ দশমিক ৬৬ এবং হালনাগাদ অনিরীক্ষিত ইপিএসের ভিত্তিতে ১১ দশমিক ৪৭।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা লুব-রেফ (বাংলাদেশ) লিমিটেডের শেয়ারদর বেড়েছে ১৩ দশমিক ৫২ শতাংশ। গত সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ১ কোটি ৩৩ লাখ ৯৮ হাজার ৬০০ টাকার শেয়ার। সপ্তাহ শেষে মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৬ কোটি ৬৯ লাখ ৯৩ হাজার টাকা। এর পরের অবস্থানগুলোয় থাকা যথাক্রমে জিএসপি ফাইন্যান্স কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের শেয়ারদর বেড়েছে ১৮ দশমিক ০৫ শতাংশ। গত সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ১৪ কোটি ১৫ লাখ ৮০০ টাকার শেয়ার। সপ্তাহ শেষে মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৭০ কোটি ৭৫ লাখ ৪ হাজার টাকা। প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেডের শেয়ারদর বেড়েছে ১২ দশমিক ৬৬ শতাংশ। গত সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ২ লাখ ১৭ লাখ ৩৮ হাজার ৪০০ টাকার শেয়ার। সপ্তাহ শেষে মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ১০ কোটি ৮৬ লাখ ৯২ হাজার টাকা। পঞ্চম অবস্থানে থাকা রেনউইক যজ্ঞেশ্বর অ্যান্ড কোং (বিডি) লিমিটেডের ১২ দশমিক ২৪ শতাংশ শেয়ারদর বেড়েছে। গত সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ৫ লাখ ৯৭ হাজার ৪০০ টাকার শেয়ার। সপ্তাহ শেষে মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ২৯ লাখ ৮৭ হাজার টাকা। পরের অবস্থানগুলোয় থাকা ভিএফএস থ্রেড ডায়িং লিমিটেডের ১১ দশমিক ৪২ শতাংশ। গত সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ৩ কোটি ৪ লাখ ৪৬ হাজার ৬০০ টাকার শেয়ার। সপ্তাহ শেষে মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ১৫ কোটি ২২ লাখ ৩৩ হাজার টাকা। কাসেম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৮ দশমিক ৫৯ শতাংশ, গত সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ৩ কোটি ১৮ লাখ ৬৫ হাজার টাকার শেয়ার। সপ্তাহ শেষে মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ১৫ কোটি ৯৩ লাখ ২৫ হাজার টাকা। ন্যাশনাল ফিড মিল লিমিটেডের ৮ দশমিক ২৮ শতাংশ, গত সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ১ কোটি ২৫ লাখ ৪৩ হাজার ৬০০ টাকার শেয়ার। সপ্তাহ শেষে মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৬ কোটি ২৭ লাখ ১৮ হাজার টাকা। সিলভা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ৭ দশমিক ৫২ শতাংশ, গত সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ৮ কোটি ৫২ লাখ ৮০ হাজার ৬০০ টাকার শেয়ার। সপ্তাহ শেষে মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৪২ কোটি ৬৪ লাখ ৩ হাজার টাকা। এবং মাইডাস ফাইন্যান্সিং লিমিটেডের ৬ দশমিক ২৫ শতাংশ শেয়ারদর বেড়েছে।