Print Date & Time : 12 September 2025 Friday 2:02 am

এসএমই উদ্যোক্তাদের জন্য ব্যাংক এশিয়ার প্রশিক্ষণ কর্মসূচি

বাংলাদেশ ব্যাংকের সহায়তায় ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের (এসএমই) উদ্যোক্তাদের জন্য কক্সবাজারে মাসব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে ব্যাংক এশিয়া লিমিটেড। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক (ক্রেডিট গ্যারান্টি ডিপার্টমেন্ট) মো. নজরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ উদ্বোধন করেন। বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক (এসএমইএসপিডি) মোহাম্মদ জাহিদ ইকবাল, কক্সবাজারের এডিসি নাসিম আহমেদ এবং কক্সবাজার চেম্বার অব কমার্সে সভাপতি আবু মুর্শেদ চৌধুরী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন। ব্যাংক এশিয়া ইনস্টিটিউট ফর ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্টের প্রধান এম এসামুল আরেফিন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিজ্ঞপ্তি