Print Date & Time : 10 September 2025 Wednesday 7:53 pm

এসএমই উদ্যোক্তাদের জন্য ব্যাংক এশিয়া ও কেন্দ্রীয় ব্যাংকের প্রশিক্ষণ

বাংলাদেশ ব্যাংকের সহায়তায় ব্যাংক এশিয়া ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের (এসএমই) উদ্যোক্তাদের জন্য কক্সবাজারে আয়োজিত মাসব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি ‘এন্ট্রাপ্রেনিয়রশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম’ সম্পন্ন করেছে। প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী দিনে ২০০ জন আবেদনকারীর মধ্য থেকে নির্বাচিত অংশগ্রহণকারী ২৫ জন উদ্যোক্তার হাতে সনদপত্র তুলে দেয়া হয়। ব্যাংক এশিয়ার উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জিয়াউল হাসান মোল্লা সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি এবং বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মো. আরিফুজ্জামান বিশেষ অতিথি ছিলেন। বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মো. জাহিদ ইকবাল, ব্যাংক এশিয়ার হেড অব এমএসএমই মো. শামীনুর রহমান প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি