এসএমই খাতের উন্নয়নে ব্র্যাক ব্যাংক ও রবি চুক্তিবদ্ধ

দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের উন্নয়নের লক্ষ্যে একসঙ্গে কাজ করবে ব্র্যাক ব্যাংক লিমিটেড ও রবি আজিয়াটা লিমিটেড। এসএমই শিল্প প্রতিষ্ঠানগুলোকে উন্নয়নের পরবর্তী ধাপে নিয়ে যাওয়ার জন্য ডিজিটাল সেবা দিতে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে প্রতিষ্ঠান দুটি। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের পক্ষে ব্যাংকের হেড অব ইমার্জিং করপোরেট ইন্দ্রজিৎ সুর, হেড অব স্মল বিজনেস (পশ্চিম) মো. নজরুল ইসলাম, হেড অব স্মল বিজনেস (পূর্ব) এসএম আলমগীর হোসেন এবং রবি আজিয়াটার পক্ষে ভাইস প্রেসিডেন্ট অব এসএমই বিজনেস এ কে এম নাজমুল ইসলাম, জিএম মোহাম্মদ মনিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি