Print Date & Time : 7 September 2025 Sunday 12:12 pm

এসএমই ফাউন্ডেশনের সঙ্গে এনআরবিসি ব্যাংকের চুক্তি

করোনা মহামারিতে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ঋণ দিতে এসএমই ফাউন্ডেশনের সঙ্গে চুক্তি করেছে এনআরবিসি ব্যাংক। সম্প্রতি রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আনুষ্ঠানিকভাবে নিজ নিজ প্রতিষ্ঠানের চুক্তি স্বাক্ষর করেন এসএমই ফাউন্ডেশনের এমডি ড. মো. মফিজুর  রহমান এবং এনআরবিসি ব্যাংকের এমডি গোলাম আউলিয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ। অন্যদের মধ্যে শিল্প সচিব জাকিয়া সুলতানা, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ, এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান, এনআরবিসি ব্যাংকের সিআরএমডির প্রধান তনুশ্রী মিত্র এবং এসএমই অ্যান্ড এগ্রিকালচার ক্রেডিট বিভাগের প্রধান হারুনুর রশিদ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি