Print Date & Time : 9 September 2025 Tuesday 9:07 am

এসএমই ফাউন্ডেশনের সঙ্গে প্রিমিয়ার ব্যাংকের চুক্তি স্বাক্ষর

প্রণোদনা প্যাকেজের আওতায় গঠিত রিভলভিং ফান্ড থেকে প্রাপ্ত তহবিল অতি ক্ষুদ্র ও ক্ষুদ্র উদ্যোক্তাদের মধ্যে ঋণ হিসেবে বিতরণের লক্ষ্যে অংশীদার ব্যাংক হিসেবে এসএমই ফাউন্ডেশনের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রিমিয়ার ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নওশের আলী এবং এসএমইএফের ব্যবস্থাপনা পরিচালক ড. মফিজুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মাদ সলিম উল্লাহ, এসএমইএফের চেয়ারম্যান ড. মাসুদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি