এসএস স্টিলের ক্যাটেগরি পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি এসএস স্টিল লিমিটেডের শেয়ারের ক্যাটেগরি পরিবর্তন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রাপ্ত তথ্যমতে, পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনায় ‘এ’ ক্যাটেগরির এই কোম্পানিটি ‘বি’ ক্যাটেগরিতে নেমেছে। আজ বুধবার থেকে এই কোম্পানির শেয়ার ‘বি’ ক্যাটেগরির অধীনে লেনদেন শুরু হবে। কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩০ জুন, ২০২১ সমাপ্ত হিসাববছরের আর্থিক প্রতিবেদন বিশ্লেষণ করে পরিচালকদের ব্যতীত সাধারণ বিনিয়োগকারীদের জন্য দুই শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। বিনিয়োগকারীদের এ লভ্যাংশ দেয়ায় কোম্পানিটির ক্যাটেগরি পরিবর্তন হচ্ছে।

এর আগে কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩০ জুন, ২০২১ সমাপ্ত হিসাববছরের আর্থিক প্রতিবেদন বিশ্লেষণ করে পরিচালকদের ব্যতীত সাধারণ বিনিয়োগকারীদের জন্য দুই শতাংশ নগদ আর সব বিনিয়োগকারীর জন্য আট শতাংশ বোনাস লভ্যাংশ দেয়ার প্রস্তাব দিয়েছিল। কিন্তু আট শতাংশ বোনাস লভ্যাংশ দেয়ার প্রস্তাব বাতিল করেছে বিএসইসি।