নিজস্ব প্রতিবেদক:পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি এসএস স্টিল লিমিটেডের পরিচালনা পর্ষদের ২০২১ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরের জন্য সুপারিশকৃত বোনাস লভ্যাংশ অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। ২০২১ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরের জন্য পরিচালকদের ব্যতীত সাধারণ বিনিয়োগকারীদের জন্য দুই শতাংশ নগদ আর সব বিনিয়োগকারীর জন্য আট শতাংশ বোনাস লভ্যাংশ দেয়ার প্রস্তাব দিয়েছিল। সম্প্রতি আট শতাংশ বোনাস লভ্যাংশ দেয়ার প্রস্তাব বাতিল করে বিএসইসি। কিন্তু গতকাল কোম্পানিটি ডিএসইতে এক ঘোষণার মাধ্যমে জানিয়েছে, বিএসইসি বোনাস লভ্যাংশের বিষয়টি বিবেচনা করে তা অনুমোদন দিয়েছে। অনুমোদিত বোনাস শেয়ারের জন্য আগামী ২৫ এপ্রিল রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।
