Print Date & Time : 1 September 2025 Monday 3:42 pm

এসএস স্টিলের বোনাস লভ্যাংশ অনুমোদন

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি এসএস স্টিল লিমিটেডের পরিচালনা পর্ষদের ২০২১ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরের জন্য সুপারিশকৃত বোনাস লভ্যাংশ অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রাপ্ত তথ্যমতে, ২০২১ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য পরিচালকদের ব্যতীত সাধারণ বিনিয়োগকারীদের জন্য দুই শতাংশ নগদ আর সব বিনিয়োগকারীর জন্য আট শতাংশ বোনাস লভ্যাংশ দেয়ার প্রস্তাব দিয়েছিল। সম্প্রতি আট শতাংশ বোনাস লভ্যাংশ দেয়ার প্রস্তাব বাতিল করে বিএসইসি। কিন্তু আজ কোম্পানিটি ডিএসইতে এক ঘোষণার মাধ্যমে জানিয়েছে, বিএসইসি বোনাস লভ্যাংশের বিষয়টি বিবেচনা করে তা অনুমোদন দিয়েছে।

অনুমোদিত বোনাস শেয়ারের জন্য আগামী ২৫ এপ্রিল রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে। আলোচিত হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে দুই টাকা ৩১ পয়সা। ৩০ জুন, ২০২১ তারিখে শেয়ারপ্রতি নেট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৫ টাকা ৫৮ পয়সা। এছাড়া এই হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে দুই টাকা এক পয়সা।

উল্লেখ্য, বিদ্যমান আইনে বিএসইসির অনুমোদন ছাড়া বোনাস শেয়ার ইস্যু করা যায় না। বিএসইসি পর্যালোচনা করে যে কোম্পানিকে মনে হবে বোনাস দেয়ার জন্য উপযুক্ত, সেই কোম্পানিরই কেবল বোনাস অনুমোদন দেয়া হবে।