Print Date & Time : 23 July 2025 Wednesday 6:48 pm

এসএস স্টিলের লেনদেন শুরু আজ

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহ করা এসএস স্টিলের লেনদেন শুরু হচ্ছে আজ। দেশের উভয় পুঁজিবাজারে একযোগে শুরু হবে প্রতিষ্ঠানটির লেনদেন। ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই ও সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এরই মধ্যে পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনের অনুমোদন পাওয়া এসএস স্টিলের প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) আবেদনকারীদের মধ্যে শেয়ার বরাদ্দ দেওয়ার জন্য লটারির ড্র অনুষ্ঠিত হয়েছে।
কোম্পানিটির আইপিওতে আবেদনকারীদের মধ্যে শেয়ার বরাদ্দ দেওয়ার জন্য লটারির ড্র গত ২৯ নভেম্বর সকাল সাড়ে ১০টায় এজিবি কলোনি কমিউনিটি সেন্টার, মতিঝিল, ঢাকায় অনুষ্ঠিত হয়। এর আগে গত ২৮ অক্টোবর থেকে ৭ নভেম্বর পর্যন্ত কোম্পানিটির আইপিওতে আবেদন গ্রহণ করা হয়।
এসএস স্টিল পুঁজিবাজার থেকে ২৫ কোটি টাকা উত্তোলনের জন্য দুই কোটি ৫০ লাখ শেয়ার ছাড়ে। এজন্য প্রতিটি শেয়ারের মূল্য নেওয়া হয় ১০ টাকা। পুঁজিবাজার থেকে সংগ্রহ করা অর্থ দিয়ে কোম্পানিটি যন্ত্রপাতি ও কলকব্জা ক্রয় ও স্থাপন, ভবন নির্মাণ এবং আইপিও খরচ খাতে ব্যয় করতে শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলন করে।
আইপিওতে কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে সিটিজেন সিকিউরিটিজ অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। গত ১৭ জুলাই নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কোম্পানিটির আইপিও অনুমোদন করে।
৩০ জুন ২০১৭ পর্যন্ত আর্থিক বিবরণী অনুযায়ী কোম্পানিটির পুনর্মূল্যায়ন ছাড়া নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১২ টাকা ও পুনর্মূল্যায়নসহ নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ১৫.৩৫ টাকা। ২০১৭ অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে এক টাকা ২০ পয়সা।