এসিআই মোটরস সম্প্রতি ফায়ারএক্সপ্রেসের সঙ্গে একটি ডিলারশিপ চুক্তি সই করে। ফায়ারএক্সপ্রেস ডেনমার্কের একটি আধুনিক অগ্নিনির্বাপক-সংক্রান্ত প্রতিষ্ঠান। চুক্তির আওতায় এসিআই মোটরস বাংলাদেশে ফায়ারএক্সপ্রেসের পণ্যগুলোর একমাত্র পরিবেশক এবং বাজারজাতকারী প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে। সম্প্রতি এসিআই মোটরসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ড. এফএইচ আনসারী এবং ফায়ারএক্সপ্রেসের ব্যবস্থাপনা পরিচালক হেনরিক ন্যাবী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে তেজগাঁও এসিআই সেন্টারে চুক্তিতে সই করেন। বিজ্ঞপ্তি

Print Date & Time : 4 August 2025 Monday 11:28 am
এসিআই মোটরস ও ফায়ারএক্সপ্রেসের চুক্তি
করপোরেট কর্নার ♦ প্রকাশ: