এমটিবি, সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোলে (এসডিজি) সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে ও সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের আওতায় এসিড সারভাইভার্স ফোরামকে (এএসএফ) আর্থিক সহায়তা দিয়েছে। এএসএফ কার্যালয়ে এক অনুষ্ঠানে এএসএফ নির্বাহী পরিচালক সরদার জাহাঙ্গীর হোসেনের হাতে সম্প্রতি চেক হস্তান্তর করেন এমটিবির এএমডি চৌধুরী আখতার আসিফ। এ সময় উপস্থিত ছিলেন এএসএফের কেস অ্যান্ড পার্টনারশিপ ম্যানেজমেন্ট কো-অর্ডিনেটর তাহমিনা ইসলাম ও হেলথ্ কেয়ারের কো-অর্ডিনেটর হƒদিতা ইয়াসমিন এবং এমটিবির হেড অব কমিউনিকেশন্স ডিপার্টমেন্ট আজম খান ও হেড অব সাস্টেইনেবিলিটি অ্যান্ড রিস্ক গভার্নেন্স ফাংশন্স তাহমিনা জামান খান। বিজ্ঞপ্তি

Print Date & Time : 10 September 2025 Wednesday 1:12 am
এসিড সারভাইভার্স ফোরামের প্রকল্পে এমটিবির সহায়তা
করপোরেট কর্নার ♦ প্রকাশ: