এস আলম কোল্ড রোল্ড স্টিলের পর্ষদসভা শনিবার

 

নিজস্ব প্রতিবেদক: পরিচালনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে তালিকাভুক্ত কোম্পানি এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রমতে প্রকৌশল খাতের কোম্পানি এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেডের পরিচালনা পর্ষদসভা আগামী  শনিবার দুপুর ১২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর ২০১৬ পর্যন্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। উল্লেখ্য, কোম্পানিটি ২০০৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। গতকাল কোম্পানিটির শেয়ারদর আগের দিনের চেয়ে এক দশমিক ৭৯ শতাংশ বা ৭০ পয়সা বেড়ে প্রতিটি শেয়ার সর্বশেষ ৩৯ টাকা ৮০ পয়সায় হাতবদল হয়, যার সমাপনী দর ছিল ৪০ টাকা ১০ পয়সা। দিনজুড়ে ১৮ লাখ ৫৭ হাজার ৭৪৪টি শেয়ার এক হাজার ৪৯৬ বার হাতবদল হয়, যার বাজারদর সাত কোটি ৪৬ লাখ ৫১ হাজার টাকা। শেয়ারদর সর্বনি¤œ ৩৯ টাকা ৬০ পয়সা থেকে সর্বোচ্চ ৪০ টাকা ৬০ পয়সায় হাতবদল হয়। গত এক বছরে শেয়ারদর ২৩ টাকা ৫০ পয়সা থেকে ৪২ টাকার মধ্যে ওঠানামা করে।

৩৫০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ৯৮ কোটি ৩৭ লাখ ১০ হাজার টাকা। রিজার্ভের পরিমাণ ৫৩ কোটি ৬৪ লাখ টাকা। ৩০ জুন ২০১৬ সমাপ্ত হিসাববছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।