Print Date & Time : 30 August 2025 Saturday 8:56 pm

এস আলম স্টিলসের দর কমেছে ১৪ শতাংশ

প্রকৌশল খাতের তালিকাভুক্ত কোম্পানি এস আলম কোল্ড রোলড স্টিলস লিমিটেডের শেয়ারদর গত মাসের শেষ সপ্তাহের তুলনায় এ সপ্তাহে ১৩ দশমিক ৯০ শতাংশ কমেছে।

প্রকৌশল খাতের তালিকাভুক্ত কোম্পানি এস আলম কোল্ড রোলড স্টিলস লিমিটেডের শেয়ারদর গত মাসের শেষ সপ্তাহের তুলনায় এ সপ্তাহে ১৩ দশমিক ৯০ শতাংশ কমেছে। আলোচ্য সপ্তাহে শেয়ারটির সমাপনী দর দাঁড়িয়েছে ২৫ টাকা ৪০ পয়সায়, গত মাসের শেষ সপ্তাহে যা ছিল ২৯ টাকা ৫০ পয়সা। এতে শেয়ারটি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দরপতনের শীর্ষ তালিকায় উঠে এসেছে।

আর্থিক প্রতিবেদন অনুসারে, সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) এস আলম কোল্ড রোলড স্টিলসের ব্যবসা থেকে আয় হয়েছে ৩৮৯ কোটি টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৪৭৫ কোটি টাকা। এ সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ২ কোটি ৫০ লাখ টাকা, আগের হিসাব বছরে যা ছিল ৫ কোটি ৭০ লাখ টাকা। ২০২৩-২৪ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ২৮ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৬০ পয়সা। ৩১ মার্চ ২০২৪ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮ টাকা ৩৩ পয়সায়।

সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে এস আলম কোল্ড রোলড স্টিলসের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ব্যবসা থেকে ৫৯৩ কোটি টাকা আয় হয়েছে, আগের হিসাব বছরে যা ছিল ৪৭৬ কোটি টাকা। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৪ কোটি ৩৬ লাখ টাকা, আগের হিসাব বছরে যা ছিল ৬ কোটি ২৭ লাখ টাকা। ২০২২-২৩ হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৪৯ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৬৭ পয়সা। ৩০ জুন ২০২৩ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৮ টাকা ৫৫ পয়সায়।

সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে বিনিয়োগকারীদের ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি। ২০২০-২১ হিসাব বছরে ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল এস আলম কোল্ড রোলড স্টিলস। আগের দুই হিসাব বছরেও একই হারে নগদ লভ্যাংশ পেয়েছিলেন কোম্পানিটির শেয়ারহোল্ডাররা।

এস আলম কোল্ড রোলড স্টিলসের ঋণমান দীর্ঘমেয়াদে ‘এ প্লাস’ ও স্বল্পমেয়াদে ‘এসটি-৩’। ৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও ২০২৩ সালের ১২ নভেম্বর পর্যন্ত প্রাসঙ্গিক গুণগত তথ্যের ভিত্তিতে এ প্রত্যয়ন করেছে আলফা ক্রেডিট রেটিং লিমিটেড।

চট্টগ্রামভিত্তিক শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপের ইস্পাত কোম্পানিটি পুঁজিবাজারে আসে ২০০৬ সালে। কোম্পানিটির অনুমোদিত মূলধন ৩৫০ কোটি ও পরিশোধিত মূলধন ৯৮ কোটি ৩৭ লাখ ১০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৪০ কোটি ৭০ লাখ টাকা। কোম্পানির মোট শেয়ার সংখ্যা ৯ কোটি ৮৩ লাখ ৭১ হাজার ১০০। এর মধ্যে ৪৮ দশমিক ৫০ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ৩৪ দশমিক ৯৩ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও বাকি ১৬ দশমিক ৫৭ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।