শোবিজ ডেস্ক: এ বছরে ‘মিস ইন্ডিয়া’র মুকুট জিতে নিলেন রাজস্থানের কলেজছাত্রী সুমন রাও। গত শনিবার মুম্বাইয়ের সরদার বল্লভভাই প্যাটেল ইনডোর স্টেডিয়ামে তারকাবহুল জাঁকজমক অনুষ্ঠানে ঘোষণা করা হয় মিস ইন্ডিয়া-২০১৯ বিজয়ীর নাম। এ বছর ছত্তিশগড়ের তরুণী শিভানী যাদব হয়েছেন ‘ফেমিনা মিস গ্র্যান্ড ইন্ডিয়া’, আর বিহারের শ্রেয়া শংকর জিতেছেন ‘মিস ইন্ডিয়া ইউনাইটেড কন্টিনেন্টস’ খেতাব। ২০ বছর বয়সী সুমন রাও আগামী ডিসেম্বরে থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য মিস ওয়ার্ল্ড-২০১৯ প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করবেন। ভারতের সম্মানজনক এ সুন্দরী প্রতিযোগিতায় বিচারক হিসেবে ছিলেন বলিউডের স্বনামধন্য কোরিওগ্রাফার রেমো ডি’সুজা, অভিনেত্রী হুমা কোরেশি, চিত্রাঙ্গদা সিং, ফ্যাশন ডিজাইনার ফাল্গ–নী সেন ও ভারতীয় ফুটবলার সুনীল ছেত্রী। শনিবার প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে নৃত্য পরিবেশন করেন ক্যাটরিনা কাইফ, ভিকি কৌশল, মৌনি রায়ের মতো জনপ্রিয় বলিউড তারকারা। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব ছিলেন চলচ্চিত্র পরিচালক করন জোহর ও অভিনেতা মনীশ পাল।

Print Date & Time : 18 July 2025 Friday 5:36 pm
এ বছর মিস ইন্ডিয়া সুমন রাও
বিনোদন ♦ প্রকাশ: