Print Date & Time : 29 August 2025 Friday 10:16 am

এ বছর ১০ লাখ মানুষকে হজের অনুমতি দিবে সৌদি

আন্তর্জাতিক ডেস্ক: করোনা মহামারির কারণে দীর্ঘ দুই বছর হজ পালনে ছিল নানা বিধিনিষেধ। পরিস্থিতির উন্নতি হওয়ায় বিদেশী হজযাত্রীদের জন্য পুনরায় খুলছে সৌদি আরব। এ বছর ১০ লাখ মানুষকে হজের অনুমতি দিবে সৌদি আরব সরকার। তবে এক্ষেত্রে মানতে হবে কিছু শর্ত।

স্থানীয় সময় শনিবার (৯ এপ্রিল) সৌদি আরবের সরকারি সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সি এ তথ্য নিশ্চিত করেছে।

গণমাধ্যমটি জানায়, এবার হজের ক্ষেত্রে যাত্রীদের বয়স অবশ্যই ৬৫ বছরের নিচে হতে হবে এবং সৌদি আরবের টিকাদান কর্মসূচিতে যেসব টিকা ব্যবহারের অনুমতি দিয়েছে দেশটির সরকার, সেগুলোর কোনো একটির দুই ডোজ নেওয়ার সনদ সঙ্গে রাখতে হবে। এছাড়া অনুমোদিত যাত্রীদের অবশ্যই সৌদি আরবের উদ্দেশে বিমানে ওঠার অন্তত ৭২ ঘণ্টা আগে করোনার পিসিআর টেস্ট করাতে হবে এবং সেই টেস্টে নেগেটিভ সনদ পাওয়াদেরই কেবল প্রবেশ করতে দেওয়া হবে সৌদি আরবে।

হজ পালনের সময় প্রত্যেক হজযাত্রীকে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং এ বিষয়ে সৌদি সরকারের নির্দেশনা অবশ্যই মেনে চলতে হবে।

সৌদি আরবের সরকারি তথ্য অনুযায়ী, গত বছর ৫৮ হাজার ৭৪৫ জন হজ পালন করেন। মহামারির আগে এ সংখ্যা ২০ লাখ ছাড়িয়ে যেত।