নিজস্ব প্রতিবেদক: কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যের শক্তির জয়ের আশা প্রকাশ করেছেন। একই সঙ্গে নবগঠিত এই দলের জন্য দোয়াও করেছেন তিনি।
গতকাল বিকালে ঢাকার পুরোনো কেন্দ্রীয় কারাগারে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে বেরিয়ে যাওয়ার সময় একথা জানান মির্জা ফখরুল। তিনি বলেন, জনগণকে নিয়ে আমরা যে রাজনৈতিক ঐক্য গড়েছি, সেই ঐক্যের জন্য খালেদা জিয়া দোয়া করেছেন।
এর আগে দুপুরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ও মির্জা আব্বাস খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে কারাগারে যান।
কারাবন্দি দলের চেয়ারপারসন খালেদা জিয়া সাক্ষাৎ শেষে বিএনপি মহাসচিব বলেন, অনেক দিন পর ম্যাডামের সঙ্গে সাক্ষাতের অনুমতি পেয়েছি। এ সময় খালেদা জিয়া অসুস্থ জানিয়ে ফখরুল বলেন, ম্যাডাম অত্যন্ত অসুস্থ, তাকে হাসপাতালে রেখে চিকিৎসা করাতে চিকিৎসকরা পরামর্শ দিয়েছিলেন। কিন্তু এক পর্যায়ে তাকে জোর করে হুইল চেয়ারে করে কারাগারে আনা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং তাকে আবার হাসপাতালে ভর্তি করার জোরালো দাবি জানাচ্ছি।
তিনি আরও বলেন, খালেদা জিয়ার শরীরে ব্যথা আরও বেড়েছে। কয়েক দিন ধরে তাকে থেরাপি দেওয়া হয়নি। তবে গতকাল তাকে থেরাপি দিতে চিকিৎসকরা ফের কারাগারে গেছেন বলেও জানান মির্জা ফখরুল।
এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল জানান, খালেদা জিয়ার সঙ্গে তার অসুস্থতা ও চিকিৎসা প্রসঙ্গে আলাপ হয়েছে। অন্যকিছু নিয়ে আলোচনা হয়নি। তবে খালেদা জিয়া নবগঠিত ঐক্যফ্রন্টের জন্য দোয়া করেছেন বলেও জানান বিএনপি মহাসচিব।
এদিকে গতকাল সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন ফরম কেনার মধ্য দিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে গত নির্বাচনে অংশ না নেওয়া দলটি। বেলা পৌনে ১১টায় মনোনয়ন ফরম বিক্রির এই কার্যক্রম শুরু হয়।
প্রথমেই খালেদা জিয়ার বাবার বাড়ির আসন ফেনী-১ (পরশুরাম উপজেলা, ফুলগাজী উপজেলা ও ছাগলনাইয়া)-এর জন্য তার পক্ষে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খালেদা জিয়ার আরেক পুরোনো আসন বগুড়া-৬ (সদর)-এর জন্য তার পক্ষে দলের মনোনয়ন ফরম সংগ্রহ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এছাড়া শ্বশুরবাড়ির আসন বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর)-এর জন্য খালেদা জিয়ার পক্ষে আরেকটি মনোনয়ন ফরম কেনেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।