Print Date & Time : 31 August 2025 Sunday 9:59 am

ওআইসি মহাসচিবের ঢাকা সফর স্থগিত

নিজস্ব প্রতিবেদক : ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব হুসেইন ইব্রাহিম তাহার ঢাকা সফর আপাতত স্থগিত করেছেন। শারীরিক অসুস্থতার কারণে এ সফর স্থগিত করেন তিনি। আজ শনিবার (২৭ আগস্ট) পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের আমন্ত্রণে তিনদিনের সফরে দেশে আসার কথা ছিল ওআইসি মহাসচিবের। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ওআইসি মহাসচিব হুসেইন ইব্রাহিম অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন। সে কারণে মহাসচিবের সফরটি আপাতত স্থগিত করা হ‌য়ে‌ছে। পরবর্তী‌তে সু‌বিধাজনক সম‌য়ে তিনি ঢাকা সফর কর‌বেন।

সূচি অনুযায়ী আজ শ‌নিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের কথা ছিল ওআইসি মহাসচিবের। এরপর তিন দি‌নের সফ‌রে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির সঙ্গেও বৈঠকের কথা ছিল।