ওপেন স্কাইজ ট্রিটি থেকে বেরিয়ে গেল রাশিয়া

শেয়ার বিজ ডেস্ক: সোভিয়েত ইউনিয়ন পতনের পর ১৯৯২ সালে ‘ওপেন স্কাইজ ট্রিটি’ বা ‘উম্মুক্ত আকাশ চুক্তি’ করা হয়। চুক্তি অনুযায়ী, সম্ভাব্য সামরিক অভিযানের বিষয় পর্যবেক্ষণের জন্য স্বল্প সময়ের নোটিসে চুক্তিভুক্ত দেশগুলো পরস্পরের ভূখণ্ডে বিমান পাঠানোর সুযোগ পায়। এখন এ চুক্তি থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে গেল রাশিয়া। খবর: এনএইচকে।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, উম্মুক্ত আকাশ চুক্তি থেকে বেরিয়ে যেতে গত ৭ জুন একটি আইনে স্বাক্ষর করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। এরপর ১৮ জুন চুক্তিতে থাকা সব দেশকে এ ব্যাপারে ছয় মাসের নোটিস পাঠায় রুশ কর্তৃপক্ষ। এ ছয় মাস অতিক্রম হওয়ার পর চুক্তি বাতিল করল দেশটি।

১৯৯২ সালে চুক্তিটি স্বাক্ষরিত হলেও তা কার্যকর করা হয় দীর্ঘ ১০ বছর পর ২০০২ সালে। যুক্তরাষ্ট্র, কানাডা ও রাশিয়ার পাশাপাশি ইউরোপের দেশগুলো এ চুক্তিতে স্বাক্ষর করেছিল। রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর সামরিক উত্তেজনা কমানোর জন্য চুক্তিটি হয়েছিল।

গত বছর নভেম্বরে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দেশকে এ চুক্তি থেকে বের করে নেন। ডোনাল্ড ট্রাম্প এ চুক্তিকে ‘সীমা লঙ্ঘন’ বলে উল্লেখ করেছিলেন। তখন ওয়াশিংটন বলেছিল, রাশিয়া জর্জিয়া ও চেচনিয়ার উত্তর ককেশাস অঞ্চলের সীমান্তবর্তী কালিনিনগ্রাদ অঞ্চলে বিমান চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে। এ ঘটনা চুক্তি বাতিলের শামিল বলে রাশিয়াকে দোষারোপ করে চুক্তি থেকে বের হয়ে আসে যুক্তরাষ্ট্র। তবে এ অভিযোগ অস্বীকার করে রাশিয়া। এ চুক্তি নিয়ে আগ্রহ দেখায়নি বাইডেন প্রশাসনও। অবশ্য অন্য দেশগুলো এখনও চুক্তি বাতিলের সিদ্ধান্ত নেয়নি। এরপর যুক্তরাষ্ট্রকে দোষ দিয়ে রাশিয়া চুক্তি বাতিলের সিদ্ধান্ত নেয়। এরই ধারাবাহিকতায় গতকাল এ চুক্তি থেকে সরে এলো বিশ্বের বৃহত্তম দেশটি।

এক বিবৃতিতে রুশ কর্তৃপক্ষ বলেছে, পশ্চিমা দেশগুলো রাশিয়ার ওপর গোয়েন্দা বিমান পরিচালনা করে সেই তথ্য ওয়াশিংটনকে দেবে নাÑএমন নিশ্চয়তা দিতে ব্যর্থ হওয়ায় তারা চুক্তি থেকে বেরিয়ে গেছে।

রাশিয়া জানিয়েছে, রাশিয়া ও যুক্তরাষ্ট্র না থাকলে এ চুক্তির কার্যকারিতা কমে যাবে। এ কার্যকারিতা প্রায় ৮০ ভাগ কমে যাবে। দেশটি আরও বলেছে, ওপেন স্কাইজ ট্রিটি ব্যর্থ করে দেয়ার জন্য সম্পূর্ণভাবে যুক্তরাষ্ট্র দায়ী। সম্প্রতি ভিয়েনার অস্ট্রিয়ায় অনুষ্ঠিত মিলিটারি সিকিউরিটি অ্যান্ড আর্মস কন্ট্রোল সমঝোতা সম্মেলনে রাশিয়ার প্রতিনিধি কনস্টানটিন গাভরিলোভ বলেন, ওপেন স্কাইজ ট্রিটি থেকে বেরিয়ে গেলেও যুক্তরাষ্ট্রের ভূমি নজরদারিত্বের সক্ষমতা রাশিয়ার রয়েছে। আটলান্টিকের এপার ও ওপারে সমানভাবে নজরদারিত্ব করতে পারে রাশিয়া।