শেয়ার বিজ ডেস্ক: ওমরাহ পালন করতে এসে তা শেষ করার পর এখন পর্যন্ত যেসব বিদেশি মুসল্লি সৌদি আরবে অবস্থান করছেন, তাদের নিজ দেশে ফিরে যাওয়ার সময়সীমা নির্ধারণ করেছে দেশটির হজ ও ওমরাহ-বিষয়ক মন্ত্রণালয়। খবর: গালফ নিউজ।
মন্ত্রণালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আরবি জিলকদ মাসের ২৯ তারিখের মধ্যে সৌদি ছাড়তে হবে ওমরাহ শেষ হয়ে যাওয়ার পরও দেশটিতে অবস্থান করতে থাকা বিদেশি মুসল্লিদের। কোনো বিদেশি ওমরাহযাত্রী এই সময়সীমার মধ্যে সৌদি ত্যাগ করতে না পারলে তার বিরুদ্ধে আর্থিক জরিমানা, দেশে ফেরত পাঠানো এবং আগামী ১০ বছর সৌদিতে প্রবেশে নিষেধাজ্ঞার মতো শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।
চলতি বছর ২১ মে থেকে শুরু হবে জিলকদ মাস। সেই হিসেবে ২০ জুন হবে ২৯ জিলকদ। হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, যেসব বিদেশি ওমরাহযাত্রী এখনও সৌদিতে অবস্থান করছেন, তাদের ২০ জুনের মধ্যে নিজ দেশে ফিরে যেতে হবে।
আরবি চান্দ্র বর্ষপঞ্জি অনুযায়ী বর্তমানে আরবি বছরের দশম মাস চলছে। ২০২২ সালের আগস্টে শুরু হয়েছিল চলতি আরবি বছরের প্রথম মাস মুহররম।
সৌদি সরকারের পর্যটনমন্ত্রী আহমেদ আল খাতিব গত সপ্তাহে এক সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, গত ১ মুহাররম থেকে এ পর্যন্ত ওমরাহ করতে বাইরের বিভিন্ন দেশ থেকে সৌদিতে এসেছেন ৬০ লাখের বেশি মুসল্লি।
হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, হজ মৌসুমে প্রত্যেক বিদেশি হজযাত্রীকে অবশ্যই হজভিসায় সৌদিতে প্রবেশ করতে হবে। আর সৌদিতে বসবাসের অনুমতিপ্রাপ্ত যেসব বিদেশি আছেন, তাদের হজ পালনের সময় দেশটিতে বৈধভাবে থাকার অনুমতি সনদের অনুলিপি সঙ্গে রাখতে হবে। ইসলাম ধর্মের পাঁচ স্তম্ভের একটি হচ্ছে হজ। প্রত্যেক সামর্থ্যবান প্রাপ্তবয়স্ক মুসলিম নরনারীর জন্য জীবনে অন্তত একবার হজ করা অত্যাবশ্যক বা ফরজ।
কভিড-১৯ মহামারির আগের বছরগুলোর মতো চলতি বছরও বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখ লাখ মুসল্লি সৌদি আরবে হজ করতে আসবেন। আসন্ন এই হজযাত্রীদের সুবিধার জন্যই এই সময়সীমা বেঁধে দিয়েছে দেশটির সরকার।