Print Date & Time : 15 September 2025 Monday 7:16 pm

ওমরাহ পালনে বিদেশিদের বয়সসীমা বেঁধে দিলো সৌদি

শেয়ার বিজ ডেস্ক: পবিত্র ওমরাহ পালনে বিদেশিদের ক্ষেত্রে বয়সসীমা বেঁধে দিয়েছে সৌদি আরব সরকার। কেবল ১৮ থেকে ৫০ বছর বয়সীরা পবিত্র ওমরাহ পালনে সে দেশে যেতে পারবেন। তবে, ওমরাহ পালনে রয়েছে করোনার টিকা সংক্রান্ত বাধ্যবাধকতা।

সৌদি আরবের ওমরাহ ও হজবিষয়ক মন্ত্রণালয়ের বরাত দিয়ে গালফ নিউজ জানিয়েছে, দেশটির সরকার অনুমোদিত টিকা নেয়ার সনদ পররাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দিয়ে ভিসা নিতে হবে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নতুন নিয়ম বহাল থাকবে। মন্ত্রণালয় সম্প্রতি মক্কা ও মদিনায় হজের আনুষ্ঠানিকতা পালনের জন্য সেবা দিতে দুটি অ্যাপ চালু করেছে। ওমরাহ পালনে সৌদি নাগরিকদেরও এসব প্রক্রিয়া অনুসরণ করতে হবে।

করোনাভাইরাসের সংক্রমণ সহনীয় পর্যায়ে আসায় গত মাসে ওমরাহ ও হজ পালনে কড়াকাড়ি শিথিল করে সৌদি আরব। মক্কা-মদিনার দুই প্রধান মসজিদে নামাজ আদায়ে সামাজিক দূরত্বের বাধ্যবাধকতা প্রত্যাহার করা হয়। তবে মাস্ক পরার নিয়ম বহাল রাখে সৌদি সরকার।