ওমরাহ পালনে সৌদি আরবে আমিরাতের সাধারণ মানুষ

শেয়ার বিজ ডেস্ক: পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আগামীকাল শুক্রবার থেকে ১ অক্টোবর পর্যন্ত তিন দিনের ছুটি পাচ্ছেন সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) সাধারণ মানুষ। এ ছুটিতে অনেকে ঘোরাঘুরির পরিকল্পনা করছেন। অনেকে এই ছুটি ধর্মের পথে ব্যয় করার চিন্তা করে ছুটছেন পাশের দেশ সৌদি আরবে। সেখানে তারা পবিত্র ওমরাহ পালন করবেন। খবর: খালিজ টাইমস।

এরই মধ্যে গত কয়েক দিনে আরব আমিরাত থেকে অনেক মানুষ সৌদি আরবে গেছেন। শারজার বাসিন্দা রহমত আলী জানিয়েছেন, দুই বছর ধরে ওমরাহ পালনের পরিকল্পনা করছেন। এবার লম্বা ছুটি পাওয়ায় স্বপ্ন পূরণে সৌদি আরবে যাবেন তিনি।

তিনি বলেছেন, বেশি চিন্তাভাবনা না করে আমি ভিসার আবেদন করি এবং ২৮ সেপ্টেম্বরের বিমানের টিকিট কাটি। এ সপ্তাহে আমি শুক্রবারের জুমার নামাজ আদায় করব পবিত্র স্থানে। আমি এ অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারছি না। হজের মৌসুম ছাড়া বছরের যে কোনো সময় ওমরাহ পালন করা যায়। সৌদি আরবের পার্শ্ববর্তী দেশ হওয়ায় আরব আমিরাত থেকে অনেক মানুষ প্রায় প্রতি সপ্তাহে ওমরাহ করতে যান। তবে ট্রাভেল এজেন্সিগুলো জানিয়েছে, এ সপ্তাহে তাদের ব্যস্ততা বেড়েছে।

রেহান আল-জাজিরা ট্যুরিজমের কর্মকর্তা শিহাব পারওয়াদ বলেছেন, আরব আমিরাতে সবসময় ওমরাহর চাহিদা থাকে। কিন্তু আমরা লক্ষ করেছি, এ সপ্তাহে মানুষের সংখ্যা বেড়েছে। তারা সৌদি আরবে গিয়ে ধর্মীয় কাজে সময় কাটানোর পরিকল্পনা করছেন।

আরব আমিরাত থেকে সড়কপথে বাসেও সৌদি যাওয়া যায়। তবে বেশিরভাগ মানুষ উড়োজাহাজে করে যাতায়াত করেন।

ট্রাভেল এজেন্সির অপর কর্মকর্তা জাফর পুলাপাত্তা জানিয়েছেন, সৌদি আরব ভিসা প্রক্রিয়া অনেক সহজ করে দিয়েছে। ফলে আমিরাতের বাসিন্দারা আবেদনের মাত্র ১ মিনিটের মধ্যে মাল্টিপল ই-ভিসা পেয়ে যান। আর ভিসা সহজ হয়ে যাওয়ায় আগের তুলনায় বেশি মানুষ ওমরাহ করতে মক্কায় যাচ্ছেন।

এদিকে চলতি মাসে পবিত্র মক্কা নগরীতে অবস্থিত কাবা শরিফে যাওয়া নারীরা কী ধরনের পোশাক পরতে পারবেন, সেটি নির্ধারণ করে দিয়েছে সৌদি আরব। দেশটির ওমরাহ ও হজ মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানায়, ওমরাহ পালনের সময় নারীরা চাইলে তাদের পছন্দ অনুযায়ী যে কোনো পোশাক পরতে পারবেন। তবে সেটি অবশ্যই নির্ধারিত নিয়মনীতির মধ্যে হতে হবে।