নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত বাংলাদেশ নারী ক্রিকেট দলের দুই খেলোয়ারকে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের সঙ্গে ভর্তি করা হয়েছে করোনায় আক্রান্ত টিম ম্যানেজমেন্টের এক সদস্যকেও। তবে ওই সদস্য ওমিক্রনে আক্রান্ত নন।
মঙ্গলবার দুপুরে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. মো. নিয়াতুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নারী ক্রিকেট দলের তিনজনকে আজ মঙ্গলবার (১৪ ডিসেম্বর) মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দুজন ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত। আরেকজন ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত। তবে তাদের তিনজনের শারিরিক অবস্থাই ভালো রয়েছে। তাদের শারীরিক অবস্থা স্বাভাবিক রয়েছে। শুধু অবজারভেশনে রাখার জন্য তাদের হাসপাতালে ভর্তি করে রাখা হয়েছে। কারণ বাসায় বা হোটেলে পর্যাপ্ত নজরদারি হবে না।
গত ৫ ডিসেম্বর বিশ্বকাপ বাছাইপর্ব খেলে জিম্বাবুয়ে থেকে দেশে ফেরা বাংলাদেশ নারী দলের দুই ক্রিকেটারের করোনা পজিটিভ হয়। বিষয়টি প্রকাশ করা হয় ৬ ডিসেম্বর। এরপর তাদের নমুনা পুনরায় পরীক্ষা করা হয়। গত ১১ ডিসেম্বর তাদের দেহে ওমিক্রন ভ্যারিয়েন্ট পাওয়া গেছে বলে জানায় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।