Print Date & Time : 3 August 2025 Sunday 4:19 am

ওমিক্রন বিষয়ে সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক: দেশে শনিবার দুজনের কভিডের নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ‘ভ্যারিয়েন্ট অব কনসার্ন’ হিসেবে ঘোষিত কভিডের এ ধরন সম্পর্কে সতর্ক থাকতে মন্ত্রিপরিষদের সবাইকে বিশেষ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে এমন নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বৈঠকে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে সভাপতিত্ব করেন।

এদিকে ওমিক্রন শনাক্ত হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ‘কভিড-১৯-সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি’। ওমিক্রন নিয়ন্ত্রণে ‘সব ধরনের সভা-সমাবেশ’ ও ‘জনসমাগম’ সীমিত করার পরামর্শ দিয়েছে কমিটি।

বৈঠক শেষে এ বিষয়ে সাংবাদিকদের জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি আরও জানান, দেশে যে দুজনের ওমিক্রন শনাক্ত হয়েছে, তাদের খুবই সতর্কতার সঙ্গে রাখা হয়েছে।

দেশে শিগগিরই বুস্টার ডোজ দেয়া শুরু করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা দিয়েছেন বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। তিনি বলেন, ?কীভাবে, কবে এবং কাদের বুস্টার ডোজ দেয়া হবে এবং তা বিনা মূল্যে নাকি অর্থের বিনিময়ে দেয়া হবে, তা নির্ধারণে কাজ করতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছেন তিনি।

গতকাল জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লা স্বাক্ষরিত এক কার্যবিবরণীতে জানানো হয়, স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক পরামর্শক কমিটির কাছে বুস্টার ডোজের বিষয়ে জানতে চেয়েছিলেন। বিষয়টি নিয়ে আলোচনা করতে ভার্চুয়াল প্ল্যাটফর্মে বৈঠকে বসেন কমিটির সদস্যরা। কমিটির সব সদস্যের উপস্থিতিতে দীর্ঘ আলোচনা শেষে দুটি সুপারিশের সিদ্ধান্ত নেয়া হয়।

সুপারিশে ‘সব ধরনের সভা-সমাবেশ’ ও ‘জনসমাগম’ সীমিত করার পাশাপাশি ষাটোর্ধ্ব ও ফ্রন্ট লাইনারদের বুস্টার ডোজ দেয়ারও সুপারিশ করা হয়েছে। তিনি বলেন, ‘কভিড-১৯ রুটিন ভ্যাক্সিনেশনের জন্য টিকা নিশ্চিত করে ষাটোর্ধ্ব ও ফ্রন্টলাইনার, যাদের দুই ডোজ টিকা নেয়া অন্তত ছয় মাস আগে সম্পন্ন হয়েছে, তাদের বুস্টার ডোজ দেয়া যেতে পারে।

এছাড়া দেশে প্রবেশের সব পয়েন্টে স্ক্রিনিং, কোয়ারেন্টাইন ও আইসোলেশন কার্যক্রম আরও জোরদার করারও সুপারিশ করেছে কমিটি।