Print Date & Time : 3 August 2025 Sunday 6:24 am

ওয়ারীর রেড জোন লকডাউন করতে মন্ত্রণালয়কে চিঠি

নিজস্ব প্রতিবেদক : ওয়ারীর রেড জোন লকডাউন করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। গতকাল দেশের করোনা পরিস্থিতি নিয়ে নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে তিনি এ কথা জানান।

তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে কিছু এলাকা রেড জোন হিসেবে চিহ্নিত করে লকডাউন করা হয়েছে। ঢাকা মহানগরীর ওয়ারীর নির্ধারিত এলাকা রেড জোন হিসেবে চিহ্নিত করে সেখানে পরীক্ষামূলকভাবে লকডাউন বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। পূর্ব রাজাবাজার এখনও লকডাউন আছে। স্থানীয় পরিস্থিতি বিবেচনা করে যেখানে যেমন প্রয়োজন তেমনভাবেই রেড জোন বাস্তবায়নের কাজ চলমান আছে।’

নাসিমা সুলতানা বলেন, ‘জোন বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নেতৃত্বে একটি পরামর্শক কমিটি অব্যাহতভাবে কাজ করছে। রেড, ইয়েলো বা গ্রিন জোন একটি চলমান প্রক্রিয়া, যা নির্ধারণ করা হয় সংক্রমণ বিস্তারে সর্বাধিক, মাঝারি ও কম ঝুঁকির ওপর নির্ভর করে। জোনিং পদ্ধতি স্থায়ী কোনো বিষয় নয়। কাজেই স্থায়ীভাবে কোনো এলাকাকে রেড জোন ঘোষণা বা বাতিল করা হয়নি।’