ওয়ার্থিং এফএক্সের সঙ্গে সাউথইস্ট ব্যাংকে রেমিট্যান্স বিতরণ চুক্তি

যুক্তরাজ্য-ভিত্তিক মানি ট্রান্সফার কোম্পানি ওয়ার্থিং এফএক্স সার্ভিসেস লিমিটেডের সঙ্গে সাউথইস্ট ব্যাংক লিমিটেড গতকাল একটি রেমিট্যান্স বিতরণ চুক্তি স্বাক্ষর করে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মো. ছাদেক হোসাইন এবং যুক্তরাজ্যের ওয়ার্থিং এফএক্স সার্ভিসেস লিমিটেডের পরিচালক মো. গোলাম হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তির অধীনে যুক্তরাজ্য থেকে প্রবাসী বাংলাদেশিরা ওয়ার্থিং এফএক্স সার্ভিসেসের মাধ্যমে তাদের রেমিট্যান্স পাঠাতে পারবেন এবং তাদের সুবিধাভোগীরা সাউথইস্ট ব্যাংক লিমিটেডের যেকোনো শাখা, উপশাখা ও এজেন্ট আউটলেট থেকে রেমিট্যান্স তুলতে পারবেন। বিজ্ঞপ্তি