ওয়ালটন এসিতে ১০১টি ফ্রি পণ্য পেলেন সিলেটের ইরা মিয়া

সিলেটের অটোমোবাইল ইঞ্জিনিয়ার ইরা মিয়া। তার বড় ছেলে মাছুম আহমেদ ফ্রান্সে থাকেন। সম্প্রতি মাছুম জিন্দাবাজার ওয়ালটন প্লাজা থেকে ইনভার্না সিরিজের ১.৫ টনের একটি এসি কেনেন। সন্তানের দেয়া সেই ওয়ালটন এসিতেই ১০১টি বাড়িভর্তি পণ্য ফ্রি পেয়েছেন ইরা মিয়া। সম্প্রতি আম্বরখানা ওয়ালটন প্লাজায় আনুষ্ঠানিকভাবে ইরা মিয়ার হাতে ১০১টি পণ্য তুলে দেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার সাদেক কাওসার দস্তগীর, ওয়ালটন প্লাজার চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) মোহাম্মদ রায়হান, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের ডিএমডি হুমায়ুন কবীর এবং সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর চিত্রনায়ক আমিন খান। বিজ্ঞপ্তি