Print Date & Time : 7 September 2025 Sunday 6:26 am

ওয়ালটন গ্রুপের প্রতিষ্ঠাতা স্মরণে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

ওয়ালটন গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এসএম নজরুল ইসলাম স্মরণে টাঙ্গাইলের গোসাই জোয়াইরে এক ফুটবল টুর্নামেন্ট গত মঙ্গলবার অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের ফাইনালে প্রধান অতিথি ছিলেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। এর আগে ফাইনাল খেলার উদ্বোধন করেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান এসএম নূরুল আলম রেজভী। সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেন, টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির, যুবলীগের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য মামুনুর রশিদ মামুন, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের ভাইস চেয়ারম্যান এসএম শামসুল আলম প্রমুখ। বিজ্ঞপ্তি