ওয়ালটন ফ্রিজের ভিডিও নির্মাতারা পেলেন লাখ টাকা পুরস্কার

শেষ হলো ‘ওয়ালটন স্মার্ট ফ্রিজ, স্মার্ট মেকার’ শীর্ষক ভিডিও নির্মাণ প্রতিযোগিতার সিজন টু। ওয়ালটন রেফ্রিজারেটর আয়োজিত ওই স্মার্ট ভিডিও কনটেস্টে চূড়ান্ত পর্বের বিজয়ীদের পুরস্কৃত করা হয়েছে। সেরা তিন বিজয়ীকে যথাক্রমে ৩, ২, ১ লাখ টাকা এবং ক্রেস্ট দেয়া হয়েছে। গত রোববার ওয়ালটন করপোরেট অফিসে অনুষ্ঠিত গ্র্যান্ড ফিনালেতে চূড়ান্ত পর্বের সেরা তিন বিজয়ী নির্বাচন এবং পুরস্কৃত করা হয়। এতে বিচারক ছিলেন অভিনেত্রী কুসুম শিকদার, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের ডিএমডি হুমায়ূন কবীর এবং সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর এসএম জাহিদ হাসান। সে সময় উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের ডিএমডি নজরুল ইসলাম সরকার প্রমুখ। বিজ্ঞপ্তি