ওয়ালেট লাইসেন্স পেল এবিজি টেকনোলজিস

নিজস্ব প্রতিবেদক: বসুন্ধরা গ্রুপের প্রতিষ্ঠান এবিজি টেকনোলজিস লিমিটেড দেশে ইলেকট্রনিক ওয়ালেট চালানোর জন্য পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) লাইসেন্স পেয়েছে। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেম রেগুলেশন ২০১৪ অনুযায়ী এবিজি টেকনোলজিস লিমিটেডকে শর্তসাপেক্ষে দেশের অভ্যন্তরে পিএসপি হিসেবে লাইসেন্স দেয়া হয়েছে।

জানা যায়, কোম্পানিটি ব্যবস্থাপনা পরিচালক হিসেবে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরকে প্রস্তাব করেছে।

বর্তমানে বাজারে ছয়টি লাইসেন্সপ্রাপ্ত পিএসপি রয়েছেÑআইপে সিস্টেম, ডি মানি, রিকারশন ফিনটেক, গ্রিন অ্যান্ড রেড টেকনোলজিস, প্রগতি সিস্টেম এবং ডিজিটাল পেমেন্টস লিমিটেড।

তবে ই-ওয়ালেটের সুবিধা সম্পর্কে ভোক্তাদের মধ্যে সচেতনতার অভাবসহ বিভিন্ন কারণে লাইসেন্সপ্রাপ্ত বেশিরভাগ পিএসপি ভালো করছে না বলে জানিয়েছেন খাতসংশ্লিষ্টরা।

আগে অনেক কোম্পানি কেন্দ্রীয় ব্যাংকের লাইসেন্স ছাড়াই ই-ওয়ালেট পরিষেবা প্রদান করেছিল। তবে ২০২০ সালের ৫ মার্চ কেন্দ্রীয় ব্যাংক লাইসেন্সবিহীন পিএসপি এবং পিএসওকে কোনো পরিষেবা না দেয়ার জন্য ব্যাংকগুলোকে নির্দেশনা দেয়।