Print Date & Time : 11 September 2025 Thursday 7:45 pm

ওয়াল্ট ডিজনির কর্মী ছাঁটাই শুরু

শেয়ার বিজ ডেস্ক: ওয়াল্ট ডিজনি পূর্বঘোষিত সাত হাজার কর্মী ছাঁটাই শুরু করেছে। নতুন বছরের শুরুতে এক চিঠিতে কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছিল এন্টারটেইনমেন্ট জায়ান্টটির প্রধান নির্বাহী বব ইগার। খবর: রয়টার্স।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স গতকাল মঙ্গলবার এক প্রতিবেদনে জানিয়েছে, সোমবার থেকে এ ছাঁটাই প্রক্রিয়া শুরু হয়েছে।

গত বছরের আর্থিক প্রতিবেদন প্রকাশের পর কয়েক হাজার কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেয় ওয়াল্ট ডিজনি। গত মাসে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী বলেছিলেন, সহজে আমি যে এ সিদ্ধান্ত নিচ্ছি তা কিন্তু নয়, বিশ্বব্যাপী আমাদের কর্মীদের প্রতিভা ও উৎসর্গকে আমি সম্মান ও প্রশংসা জানাই।

তিনি জানান, প্রথম দফায় যারা চাকরি হারিয়েছেন, তাদের আগামী চার দিনের মধ্যে এ ব্যাপারে অবহিত করা হবে। আর সবচেয়ে বড় ছাঁটাই হবে আসছে এপ্রিলে।

২০২১ সালের তথ্য অনুযায়ী, আমেরিকান মালিকানাধীন এ কোম্পানির এক লাখ ৯০ হাজার কর্মী ছিল। তাদের মধ্যে ৮০ শতাংশই পূর্ণকালীন।

কোম্পানির বেশিরভাগ বড় খাত, যেমন ডিজনি এন্টারটেইনমেন্ট, ডিজনি পার্কস, এক্সিপেরিয়েন্সেস প্রভৃতি এতে ক্ষতিগ্রস্ত হবে। তবে চলতি সপ্তাহে ইএসপিএনের কর্মীদের ছাঁটাইয়ের আওতায় আনা হয়নি। পরবর্তী ধাপে তাদের বেশ কয়কজন কর্মীকে চাকরিচ্যুত করা হবে।

ওয়াল্ট ডিজনি প্রতিষ্ঠিত স্ট্রিমিং সার্ভিস কোম্পানিটি ২০২২ সালের শেষ দিক থেকে প্রথমবারের মতো গ্রাহক হারাতে থাকে, যার প্রভাব পড়ে কোম্পানির মুনাফায়। এরপর তাদের কর্মী ছাঁটাইয়ের মতো এমন কঠোর সিদ্ধান্ত নিতে হয়।

বিশ্বে সবচেয়ে জনপ্রিয় স্ট্রিমিং সার্ভিস কোম্পানি নেটফ্লিক্স ২০২২ সালে জানায়, গত এক দশকের মধ্যে প্রথমবারের মতো আর্থিক ক্ষতিতে পড়েছে তারা। এরপর অন্য স্ট্রিমিং কোম্পানিগুলো সতর্ক হয়ে যায়। ওই সময় ওয়াল্ট ডিজনি সিদ্ধান্ত নেয়, পাঁচ বিলিয়ন (৫০০ কোটি) ডলারের ক্ষতি ঠেকাতে তাদের কর্মী ছাঁটাই করতে হবে।