সাপ্তাহিক বাজার

ওরিয়ন ইনফিউশনের শেয়ারদর বেড়েছে ৫১ শতাংশ

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি ওরিয়ন ইনফিউশন লিমিটেড গত সপ্তাহে দর বৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৫০ দশমিক ৮৯ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রমতে, গত সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ২২ কোটি ২৯ লাখ ৭২ হাজার ৮০০ টাকার শেয়ার। সপ্তাহ শেষে মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ১১১ কোটি ৪৮ লাখ ৬৪ হাজার টাকা।

এদিকে সর্বশেষ কার্যদিবসে ডিএসইতে কোম্পানিটির শেয়ারদর ৯ দশমিক ৯৫ শতাংশ বা ১৭ টাকা ৩০ পয়সা বেড়ে প্রতিটি সর্বশেষ ১৯১ টাকা ২০ পয়সায় হাতবদল হয়, যার সমাপনী দরও ছিল একই। দিনজুড়ে ৯ লাখ ৫৬ হাজার ৯২৫টি শেয়ার মোট ১ হাজার ৫২০ বার হাতবদল হয়, যার বাজারদর ১৭ কোটি ৭৭ লাখ ১০ হাজার টাকা। দিনভর শেয়ারদর সর্বনি¤œ ১৭৩ টাকা ৯০ পয়সা থেকে সর্বোচ্চ ১৯১ টাকা ২০ পয়সায় হাতবদল হয়। গত এক বছরে শেয়ারদর ৭৫ টাকা থেকে ১৯১ টাকা ২০ পয়সায় ওঠানামা করে।

২০২১ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানিটি ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। যা তার আগের বছরের সমান। আলোচিত সময়ে ইপিএস হয়েছে এক টাকা ৩৭ পয়সা এবং ৩০ জুন ২০২১ তারিখে শেয়ারপ্রতি নেট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৩ টাকা ১০ পয়সা। যা তার আগের বছর একই সময় ছিল যথাক্রমে এক টাকা ৪৬ পয়সা ও ১২ টাকা ৬৬ পয়সা।

১৯৯৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ‘এ’ ক্যাটেগরির কোম্পানি। অনুমোদিত মূলধন ১০০ কোটি টাকা। আর পরিশোধিত মূলধন ২০ কোটি ৩৬ লাখ টাকা। রিজার্ভের পরিমাণ ৬ কোটি ২ লাখ টাকা। কোম্পানিটির দুই কোটি তিন লাখ ৫৯ হাজার ৭৬০টি শেয়ার রয়েছে। ডিএসইর সর্বশেষ তথ্যানুযায়ী কোম্পানির শেয়ারের মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের কাছে রয়েছে ৪০ দশমিক ৬১ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক ১৯ দশমিক ২৮ শতাংশ, বিদেশি শূন্য দশমিক ২৯ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৩৯ দশমিক ৮২ শতাংশ শেয়ার রয়েছে।

সর্বশেষ বার্ষিক প্রতিবেদন ও বাজারদরের ভিত্তিতে শেয়ারের মূল্য আয় (পিই) অনুপাতে ১৩৯ দশমিক ৫৬ এবং হালনাগাদ অনিরীক্ষিত ইপিএসের ভিত্তিতে ১০০ দশমিক ২৮।

তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা মেট্রো স্পিনিং লিমিটেডের শেয়ারদর বেড়েছে ৫০ দশমিক ৩৯ শতাংশ। গত সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ২০ কোটি ৪২ লাখ ২০ হাজার ৬০০ টাকার শেয়ার। সপ্তাহ শেষে মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ১০২ কোটি ১১ লাখ ৩ হাজার টাকা। তৃতীয় অবস্থানে থাকা পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেডের শেয়ারদর বেড়েছে ৩১ দশমিক ৫৯ শতাংশ। গত সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ১৪ কোটি ৮২ লাখ ৮৭ হাজার টাকার শেয়ার। সপ্তাহ শেষে মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৭৪ কোটি ১৪ লাখ ৩৪ হাজার টাকা। চতুর্থ অবস্থানে থাকা ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেডের শেয়ারদর বেড়েছে ২৮ দশমিক ৫৭ শতাংশ। গত সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ৬ কোটি ৫১ লাখ ৩৮ হাজার টাকার শেয়ার। সপ্তাহ শেষে মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৩২ কোটি ৫৬ লাখ ৯০ হাজার টাকা। পঞ্চম অবস্থানে থাকা বাংলাদেশ মনোস্পুল পেপার মেনুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের শেয়ারদর বেড়েছে ২৫ দশমিক ৪৯ শতাংশ শেয়ারদর বেড়েছে। গত সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ৫ কোটি ৬৭ লাখ ৬১ হাজার ২০০ টাকার শেয়ার। সপ্তাহ শেষে মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ২৮ কোটি ৩৮ লাখ ৬ হাজার টাকা।

এর পরের অবস্থানগুলোয় থাকা যথাক্রমে রতন পুর স্টিল রি-রোলিং মিলস লিমিটেডের শেয়ারদর বেড়েছে ২৪ দশমিক ১২ শতাংশ, সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেডের শেয়ারদর বেড়েছে ২৩ দশমিক ৬৫ শতাংশ, আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের শেয়ারদর বেড়েছে ২৩ দশমিক ১০ শতাংশ, এপেক্স ফুডস লিমিটেডের শেয়ারদর বেড়েছে ২২ দশমিক ৩৩ শতাংশ এবং ফান ইস্ট নিটিং অ্যান্ড ডায়িং লিমিটেডের ২২ দশমিক ২২ শতাংশ শেয়ারদর বেড়েছে।